মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১০:১৯ পূর্বাহ্ন

ওসমানীনগরে গাছের সাথে ট্রাকের ধাক্কা,আহত-২।

রিপোটারের / ২০৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২ অক্টোবর, ২০২১

জিতু আহম্মেদ,ওসমানীনগর(সিলেট)প্রতিনিধিঃ

সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ট্রাকের ধাক্কায় ড্রাইভার ও হেলপার আহত হয়েছেন। আহত দুই জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার ভোর পৌনে ৬ টার সময় উপজেলার বুরুঙ্গা সড়কের মুখ স্থানে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের ও ওসমানীনগর থানা পুলিশ সূত্রে জানা যায় , চট্টগ্রাম হতে আসা সিলেটগামী একটি ট্রাক যার রেজিঃ নং ঢাকা মেট্রো- ট-২৪-২৬০৫ উপজেলার বুরুঙ্গা সড়কের মুখ নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে থাকা গাছে আঘাত হানে। এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।আহত হন ট্রাক চালক জৈন্তাপুর উপজেলার মোস্তফা মিয়ার ছেলে নাছির উদ্দিন (৩৭),একই উপজেলার হেলপার খোরশেদ আলমের ছেলে লিমন (২২) ।

ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শ্যামল বনিক জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে ট্রাক চালকের সহকারী (হেলপার) লিমন (২২) ইষ্টারিংএ চাপা পরেছিল। ফায়ার সার্ভিসের সদস্যরা গাড়ি কেটে তাকে উদ্ধার করে। আহত দুইজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর