রাজু আহমেদ,রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ীর সদর উপজেলায় ‘মুজিববর্ষের মূলমন্ত্র-কমিউনিটি পুলিশিং সর্বত্র এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে আহলাদিপুর হাইওয়ে থানার আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে ২০২১ পালিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে আহলাদিপুর হাইওয়ে থানায় কমিউনিটি ও বিট পুলিশিং সভায় পুলিশ ও জনগণের সম্পর্ক উন্নয়নের মাধ্যমে বিভিন্ন সামাজিক অপরাধ জঙ্গি, মাদক, নারী ও শিশু পাচার এবং সন্ত্রাস দমন ও মহাসড়কে শৃঙ্খলা রক্ষা চুরি-ডাকাতি-ছিনতাই এবং চাঁদাবাজি রোধে গণসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করে কমিউনিটি ও বিট পুলিশিং মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এ সময় কার্যকরী বিট পুলিশিংয়ের মাধ্যমে পুলিশ ও জনতার মাঝে দূরত্ব কমিয়ে কিভাবে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করা যায় সে বিষয়ে অলোকপাত করা হয়। কমিউনিটি পুলিশিং সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর হাইওয়ে রিজিয়নের ফরিদপুর পুলিশ সুপার হামিদুল আলম বিপিএম পিপিএম।
এ সময় আহলাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও সার্জেন্ট জয়ন্ত কুমার দেবের সঞ্চালনায় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক সেলিম মুন্সি, রাজবাড়ী জেলা সড়ক পরিবহন ইউনিয়ন দৌলতদিয়া ঘাট শাখার সভাপতি তোফাজ্জল হোসেন তপু, রাজবাড়ী জেলা প্রেসক্লাবের সভাপতি করিম ইসাক প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার হামিদুল আলম বলেন, হাইওয়ে পুলিশিংশের স্বার্থক ব্যবহারের মাধ্যমে প্রশিক্ষিত পরিবহন মালিক, চালক ও হেলপার তৈরি করে গণপরিবহনে শৃঙ্খলা আনয়ন ও দুর্ঘটনা প্রতিরোধ করতে গণসচেতনতা বৃদ্ধির কার্যক্রম গ্রহণ করা হবে।