মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের বড়লেখা উপজেলা সিএনআর এর সুচনা প্রকল্প সহযোগীতায় পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (২৯ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা অবস্থিত সকল পুষ্টি সমন্বয় কমিটি এটে অংশ গ্রহণ করে।সূচনা প্রকল্পের নিউট্রেশন অফিসার আল আমিনের সঞ্চালনায় বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলীর সভাপতিত্বে সূচনা প্রকল্পের বড়লেখা ও জুড়ী উপজেলা প্রজেক্ট কো-অর্ডিনেটর সৈয়দ আব্দুস সামাদ স্বাগত বক্তব্য মধ্যদিয়ে সভাটি আরম্ভ হয়।
সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শুভ্রাংশু শেখর দে, বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার, প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, সদর ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন,নিজ বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান ময়নুল হক প্রমুখ।বক্তারা মানবদেহে জন্যে বিশেষ করে মা ও শিশু পুষ্টি প্রয়োজনীয়তা বিষয়ে গুরুতপুর্ণ আলোকপাত করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন নুরমিশন বাংলাদেশ প্রোগ্রাম ম্যানেজার সুজয় সরকার, বড়লেখা শাখার আশা ব্যবস্থাপক প্রদীপ কুমার সিংহ, কারিতাস সিলেট অঞ্চলের জুনিয়র কর্মসূচী কর্মকর্তা প্রকাশ চন্দ্র সরকার, মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প প্রতিনিধি মাইকেল নংরুম, আইপিডিএস প্রতিনিধি জসিন্তা সুমের, হীড বাংলাদেশ প্রতিনিধি আন্না পঃডুয়েং প্রমুখ।