মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১০:১৪ পূর্বাহ্ন

মাধবপুর পৌরসভায় রাস্তার বেহাল দশায় বেড়েছে জনদুর্ভোগ।

রিপোটারের / ২৭৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১

নাহিদ মিয়া,মাধবপুর (হবিগঞ্জ)প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরে পৌরসভার রাস্তার বেহাল দশায় বেড়েছে জনদুর্ভোগ।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সরজমিনে গিয়ে দেখা যায় পৌরসভার ৯নং ওয়ার্ড নোয়াগাঁও এলাকার ব্যস্ত একটি রাস্তার বেহাল অবস্থায় চলফেরা করছে প্রতিদিন শত শত যানবাহন চরম দুর্ভোগে জনসাধারণ মানুষ।

স্থানীয় কালা মিয় জানান,মাধবপুর থানা রাস্তায় থেকে সোনাই নদী নতুন ব্রিজ ও নোয়াগাঁও গ্রাম পশ্চিম পাশে রাস্তা হইতে মনতলা রাস্তা পর্যন্ত বেহাল দশায় আমরা চলাফেরা করতে হচ্ছে প্রতিদিন। আমাদের এলাকাবাসীর দাবি এই রাস্তাটি খুবই দ্রুত মেরামত করে চলাফেরা উপযোগী করা।

এই রাস্তায় বিষয়ে কথা হলে ওয়ার্ডের কাউন্সিলার মোহাম্মদ দুলাল খাঁ তিনি বলেন রাস্তাটির দ্রুত সংস্কার করার হলে রাস্তাটি দিয়ে গর্ভবতী মহিলা অসুস্থ রোগী নেওয়া এবং আসা যায় ও রাস্তার বেহাল অবস্থার কারণে অনেক লোকজনের সমস্যা হয়। স্থানীয় ও এলাকার লোকজন আমাকে অভিযোগ জানালে আমি বলি মেয়র কে জানায়ব।

রাস্তাটি বিষয়ে মাধবপুর পৌরসভা মেয়র হাবিবুর রহমান মানিক ফোন কলে জানান, নোয়াগাঁও গ্রামের পশ্চিম পাশের রাস্তাটি দুর্গাপূজা উপলক্ষে মাধবপুর পৌরসভার নিজস্ব অর্থায়নে রাস্তাটি সংস্কার কাজ করা হবে। পরবর্তীতে বরাদ্দ আসলে রাস্তার কার্পেটিং এর সংস্কার করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর