রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে গণটিকা কার্যক্রমে স্বেচ্ছাসেবীর দায়িত্ব পালন করেছে রামপাল উপজেলা ছাত্রলীগের একাধিক সদস্য।
সাধারণ মানুষ যাতে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ ভাবে করোনার ভ্যাকসিন গ্রহণ করতে পারে সে লক্ষ্যে উপজেলা ছাত্রলীগের একঝাঁক তরুণ সদস্য উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ সাদী’র নির্দেশনায় স্ব প্রনোদিত হয়ে এ কাজে অংশ গ্রহণ করেছে।
উপজেলা ছাত্রলীগ সূত্রে জানা গেছে যে, গণটিকা কার্যক্রম সুষ্ঠু ভাবে সম্পাদনের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি ছাত্রলীগের একাধিক সদস্য অংশগ্রহণ করে।
ছাত্রলীগের নেতৃত্বে উপজেলার ১০ টি ইউনিয়নের প্রতিটি গনটিকা কেন্দ্রের একটি স্বেচ্ছাসেবী টিম সকাল থেকে কেন্দ্রে অবস্থান নেয় টিকা প্রদান কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্র গুলোতে অবস্থান করে টিকা গ্রহণেচ্ছু সাধারণ মানুষকে সহায়তা করে।
উপজেলা ছাত্রলীগের এ কার্যক্রম বিভিন্ন মহলে ব্যাপক প্রসংসিত হয়েছে।
রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কবীর হোসেন ও রামপাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুকান্ত কুমার পাল তাদের এ কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছেন।