নলডাঙ্গা(নাটোর) প্রতিনিধিঃ নাটোরের নলডাঙ্গার হালতিবিলে অভিযান চালিয়ে নৌকা, তাস ও নগদ টাকাসহ ১১ জন জুয়ারুকে আটক করেছে, নলডাঙ্গা থানা পুলিশ। হালতিবিলের বিভিন্ন স্থান থেকে বুধবার বিকালে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন,পিপরুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ঠাকুর লক্ষীকোল গ্রামের মৃত করিম শিকদারের ছোট ছেলে ইউনিয়ন বিএনপির বর্তমান যুগ্ম আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম(হুমায়ূন শিকদার)(৫৫) একই ইউনিয়নের শ্যামনগর গ্রামের মৃত.আঃ রহমানের বড় ছেলে ৩নং ওয়ার্ডের সাবেক মেম্বার ইউনিয়ন বিএনপির বর্তমান যুগ্ম আহ্বায়ক ও সাবেক সাংগঠনিক সম্পাদক জোনাব আলী(৫৬)ঠাকুর লক্ষীকোল গ্রামের মৃত কোকন সরদারের ছেলে গত ইউপি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য মোঃ ছাইদুর রহমান (৫৫)১ নং ব্রক্ষপুর ইউনিয়নের মৃত আলিম উদ্দিনের ছেলে ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও যানবাহনে পৌর ট্যাক্স আদায়কারী মোঃতায়েজ উদ্দিন (৫৬) পিপরুল ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামের মহির উদ্দিনের ছেলে নৌকার মালিক ও মাঝি শাহানুর ইসলাম (২৮)একই গ্রামের মৃত লবাইয়ের ছেলে নৌকার মাঝি সাইফুল ইসলাম(৫০) আনোয়ার ব্যাপারীর ছেলে বিলহালতি ত্রিমোহনী কলেজের ডিগ্রি পরীক্ষার্থী মনিরুল ইসলাম (১৯) জসমত আলীর ছেলে একই প্রতিষ্ঠানের শিক্ষার্থী জাহিদুল ইসলাম (২৪) হোসেন আলীর ছেলে দিঘাপতিয়া এমকে কলেজ হতে ডিগ্রি পাস ছাত্র আলামিন(২৪) ইউনুস আলীর ছেলে নাটোর নবাব সিরাজ উদ্দ-দৌলা সরকারি কলেজ হতে অনার্স পাসকৃত হেলাল হোসেন(২৪) ভূষণগাছা পূর্ব পাড়ার সামাদ খলিফার ছেলে মাসুম খলিফা(১৯)।
নলডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন,গোপন সংবাদের ভিত্তিতে নলডাঙ্গা থানা পুলিশের অভিযানে বুধবার(২৯ সেপ্টেম্বর) বিকেলে,হালতি বিল(পাটুল-মিনি কক্সবাজার খ্যাত)হতে,নৌকায় ও পর্যটন অফিসের নির্মাণাধীন ভবন হইতে মোট ১১জন জুয়ারুকে টাকা দিয়ে জুয়া খেলা অবস্থায় আটক করা হয় এবং একটি নৌকা,জুয়া খেলার উপকরণ ও নগদ ১৩,২৫১ টাকা উদ্ধার ও জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃৃৃহঃবার সকালে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।