আজিজুর রহমান মুন্না(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ সিরাজগঞ্জে প্রত্যাশা প্রকল্পের ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহযোগিতায়,আর্ন্তজাতিক অভিবাসন সংস্থা। OM এর সাথে পাটনারশীপের ভিত্তিতে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম প্রত্যাশা প্রকল্পের মাইগ্রেশন ফোরাম ও বিজনেস এডভাইজরি কমিটির সভা অনু্ষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে জেলা কর্মসংস্থানও জনশক্তি অফিস এর হলরুমে উক্ত সভার প্রধান অতিথি হিসাবে বক্তব্যে রাখেন ব্র্যাক মাইগ্রেশন ডিষ্ট্রিক্ট কো-অডিনেটর মোঃ আব্দুল মাজেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,সিরাজগঞ্জ ফোরামের সভাপতি মোঃ জাহাঙ্গীরআলম।
অন্যান্যদের মধ্যে বক্তব্যে রাখেন, জেলা কর্মসংস্থানও জনশক্তি অফিসের জনশক্তি জরিপ ও কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান,প্রত্যাশা প্রকল্পের ফিল্ড অর্গানাইজার ঝর্ণা আক্তার ও মোঃশরীফুল ইসলাম,সদর উপজেলা প্রত্যাশা প্রকল্প ফোরামের সাধারণ সম্পাদক পারভীন আক্তার,সদস্য আনিসুর রহমান,আজিজুর রহমান মুন্না,ছালাউর রহমান, আবু এহিয়া,রফিউল আলম,গোলাম মোস্তাফা, আসলাম পারভেজ প্রমুখ।
সভায় য়ে সরকারের PKB, PKD, IMT, TTC, DEMO সহ বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা করা হয়। সমাজে কি,কি পরিবর্তন হয়েছে, অভিবাসন বিষয়ে তা উঠে আসে। সচেতনামূলক কার্যক্রমের জন্য -দালালদের দৌরাত্ম্য অনেকটা কমে গেছে। সরকারি অফিসগুলোতে জনগনের আগমন বেড়েছে ও শালিস কমেছে।
সামনের দিনগুলোতে অভিবাসন বিষয়ে আরও কাজ বাকি আছে। প্রত্যাশা প্রকল্পের সাথে আন্তরিকতার সহিত সে কাজগুলো ফোরামের মেম্বারের সদস্যরা বিদেশ ফেরত অভিবাসীদের জন্য আরো আন্তরিকতার সাথে কাজ করার অঙ্গীকার করেন।