রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৭:০৩ অপরাহ্ন

ওসমানীনগরে ইংলিশ মেন্টর পরিদর্শনে এমপি মোকাব্বির খাঁন।

রিপোটারের / ২২৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১

জিতু আহমদ,ওসমানীনগর(সিলেট)প্রতিনিধিঃ সিলেটের ওসমানীনগরের গোয়ালাবাজারের হারুন ম্যানশনে ইংরেজী ভাষা ও কারিগরি শিক্ষার অন্যতম প্রতিষ্ঠান ইংলিশ মেন্টর পরিদর্শন করেছেন জনপ্রশাসন মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের জাতীয় সংসদ সদস্য মোকাব্বির খাঁন।

সোমবার সন্ধ্যায় উপজেলার গোয়ালাবাজারে ইংলিশ মেন্টরের কার্যালয়ে পরিদর্শন কালে কারিগরি শিক্ষার এই প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সফলতা কামনা করে গণফোরামের নির্বাহী সভাপতি মোকাব্বির খাঁন বলেন,আন্তর্জাতিক ভাষা হিসেবে ইংরেজির গুরুত্ব কতটা তা আমাদেও সবার জানা।আধুনিক বিশ্বের সর্বক্ষেত্রে এর প্রয়োজনীয়তা অপরেসীম। সঠিকভাবে ইংরেজি বলতে ও বুঝতে পারা ক্যারিয়ার গঠনের সহায়ক।

অন্যান্য একাডেমিক যোগ্যতার পাশাপাশি ইংরেজি ভাষা ও কারিগরি শিক্ষায় ভাল দক্ষতা থাকলে জীবনে এগিয়ে যাওয়াটা গতিশীল হয়। বাংলা আমাদের মাতৃভাষা হওয়ায় অনেকেই আমরা ইংরেজিতে দুর্বল থাকি। যার ফলে দেখা যায়,একাডেমিক এবং দেশের বাইরে যাওয়ার ক্ষেত্রে আমাদের প্রায়ই দুর্ভোগ পোহাতে হয়।

ক্যারিয়ারের ভাল ফলাফলসহ দেশের বাইরে গিয়ে উচ্চ শিক্ষার ডিগ্রি অর্জন ও সাবলম্ভী হতে কারিগরি শিক্ষার পাশাপাশি ইংরেজী ভাষায় দক্ষতা অর্জনের ওপর বিশেষ গুরুত্ব দেয়ার আহব্বান জানান তিনি। পরিদর্শন কালে ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান, গোয়ালাবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হারুন মিয়াসহ ইংলিশ মেন্টরের পরিচালক, শিক্ষকবৃন্দসহ সুশিল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর