শিরোনাম
দুর্গাপুরে জামায়াতে ইসলামীর আয়োজনে জাতীয় ও স্থানীয় নির্বাচনে কেন্দ্র পরিচালক ও পোলিং এজেন্ট প্রশিক্ষণ। ডিমলায় বাংলা নববর্ষ উপলক্ষে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। গাঁজায় চলম ধ্বংসষজ্ঞ ও প্রানহানীর প্রতিবাদে ডিমলায় বিক্ষোভ। গাঁজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে মাধবপুরে বিক্ষোভ মিছিল। ফিলিস্তিনে ইসরায়েলের হামলার প্রতিবাদে কালিয়াকৈরে বিক্ষোভ মিছিল। ইহুদীদের সাথে হযরত মুহাম্মদ (স.) জামাকে তুলনা করায় মৌলভীবাজারে প্রতিবাদ। কালিয়াকৈর চাপাইর তুরাগ নদীতে বৃদ্ধের লাশ উদ্ধার। উল্লাপাড়ায় শ্রমিক লীগ নেতার বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা অভিযোগ। উল্লাপাড়ায় গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ। মাধবপুরে গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী মোহাম্মদ আলী গ্রেপ্তার।
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৮:৪৩ অপরাহ্ন

তাড়াশের নওগা ডিগ্রী কলেজ মামলা উপেক্ষা করে নিয়োগ।

রিপোটারের / ২৪১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১

তাড়াশ(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশের নওগা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ  নিয়োগ কমিটির বিরুদ্ধে মামলা থাকা সত্ত্বেও আইন অমান্য করে মোটা অংকের টাকার বিনিময়ে নিয়োগ বানিজ্য করা হয়েছে।

মামলা সুত্রে জানা গেছে ,গত ০৪.০৫.২০১৯ইং ও ০২.০৬.২১ইং তারিখে উপাধ্যক্ষ নিয়োগের জন্য পত্রিকাতে বিঞ্জপ্তি প্রকাশ করা হয়। সে মোতাবেক মামলার বাদী মোঃ দুলাল হোসেন ১ হাজার টাকা জমার রশিদ ও প্রয়োজনীয় কাগজ পত্র সহ কলেজ অফিসে  দরখাস্ত জমা দেন।

উল্লেখিত আবেদন পত্র যাচাই বাচাই অন্তে সঠিক বিবেচনায় সাক্ষাৎকারের জন্য অনুমোদন দেয়া হয়।কিন্ত অনিবার্যকারন বশতঃ নিয়োগ বন্ধ হয়ে যায়। পরে আবেদন কারীগনের বরাবর কোন প্রকার সাক্ষাৎকার পত্র প্রেরন না করে মামলার ৬ নং বিবাদী  মোঃ আব্দুর রহিম এর নিকট থেকে মোটা অংকের টাকা নিয়ে তাকে নিয়োগ প্রদানের জন্য প্রতিশ্রুতি দেন।


মামলার বিবাদী কে এম আব্দুল আলীম ও মোঃ আবুল হাসান জানান,নিয়োগের ব্যাপারে খোজ খবর নিতে গেলে ওই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আবুল কাশেম বলেন, ওই পদে কমিটি আব্দুর রহিমকে যোগ্য মনে করে নিযোগ প্রদানের সিদ্ধান্ত নিয়েছেন। লোক দেখানো একটি সাক্ষাৎকার গ্রহন ও ওই কলেজে উপাধ্যক্ষ পদে মেধা সম্পন্ন এবং যোগ্য প্রার্থীর নিয়োগের লক্ষে বর্তমান কলেজ পরিচালনা পরিষদ কর্তৃক নিয়োগ প্রক্রিয়া বাতিল করে পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে আবেদন পত্র গ্রহন ও পরীক্ষার মাধ্যমে যোগ্য মেধা সম্পন্ন প্রার্থীকে নিয়োগ প্রদানের স্বার্থে সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানা সহকারী জজ আদালতে মামলা দায়ের করেন উল্লাপাড়া উপজেলার কয়ড়া হোড়পাড়া গ্রামের মোঃ ফজলুর হকের ছেলে  মোঃ দুলাল হোসেন ।

মামলা নং ২৩৮/২০২১ তাং ২৩.০৯.২১ এবং বাংলাদেশ সুপ্রিম কোট ডিবিশনের হাইকোট বেঞ্চ ২৪.০৯.২১ তারিখের নিয়োগ বোর্ড বাতিল চেয়ে রিট পিটিশন করা হয় যার নং ৮২৮৬ তাং ২৩.০৯.২১।

মামলার বাদী মোঃ দুলাল হোসেন বলেন, ২৪.০৯.২১ তারিখে লোক দেখানো বোর্ড গঠন করে মোটা অংকের টাকার বিনিময়ে সভাপতি মোঃ নুরুল ইসলাম ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আবুল কাশেম নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবেন বলেই কোর্টে মামলা দেওয়া হয়েছে।

এ ব্যাপারে নওগা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আবুল কাশেম বলেন,কলেজের নিয়োগ বাতিল সংক্রান্ত কোর্টের কোন নোটিশ আমরা পাইনি। বিধায় নিয়োগ স্থগিত করার কোন কারন নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর