আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
আমাদের সিরাজগঞ্জ আমরাই রাখবো নিরাপদ সবুজ সিরাজগঞ্জ গড়ার লক্ষ্যে,অটুট আমাদের পথ চলা। বাংলার আবহাওয়া,বাংলার মাটি গাছ লাগিয়ে করবো ঘাটি এই স্লোগান কে সামনে রেখে ম্যাসব্যাপি বৃক্ষ রোপণ ও গাছের চারা বিতরণ কার্য্যক্রম পালন করা হচ্ছে এরই ধারাবাহিকতায় সোমবার (২৭সেপ্টেম্বর) সকাল ১১টার সময় ধানবান্ধী রোডস্থ সরস্বতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লিন সিরাজগঞ্জ গ্রীন,সিরাজগঞ্জ উদ্যোগে ম্যাসব্যাপি বৃক্ষ রোপণ ও বিতরণ অনুষ্ঠানে মোঃআশিক আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ।
এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক আজকের সিরাজগঞ্জ পত্রিকার প্রধান সম্পাদক, ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জাকিরুল ইসলাম সান্টু,সরস্বতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আব্দুর রহিম, প্রধান শিক্ষক মোঃরফিকুল ইসলাম, ওয়ার্ডের পৌর কাউন্সিলর মোঃবেলাল হোসেন, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আজিজুল হক মন্ডল, সাধারন সম্পাদক, মোঃ শাহজাহান আলী শামীম,জেলা কৃষক লীগের যুগ্ম -সাধারণ সম্পাদক টি এম জিন্নাহ প্রমূখ।
ম্যাসব্যাপি বৃক্ষ রোপণ কর্মসূচির ও বিতরণ অনুষ্ঠানে তৃতীয় দিনে সরস্বতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক’শ ছাত্র-ছাত্রীদের মাঝে গাছ বিতরণ করা হয়েছে।
এ সময় প্রধান অতিথি বলেন, ক্লিন সিরাজগঞ্জ ও গ্রীন সিরাজগঞ্জ কে ধন্যবাদ জানাই তারা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে মাসব্যাপী ৫ হাজার গাছ বিতরণের উদ্যোগ নিয়েছে। গাছ লাগান পরিবেশ বাঁচান এই ধরনের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। বনজ,ফলজ ও ঔষধি গাছ আমরা বেশি বেশি করে লাগাবো।
বাড়ির আঙ্গিনায় বিভিন্ন ধরনের সবজি, ফল ফলন্ত গাছ লাগানোর জন্য তিনি সকলে প্রতি অনুরোধ জানান।