এলিসন সুঙ,মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার কমলগঞ্জে বেসরকারি সংস্থা প্রচেষ্টা কতৃর্ক আয়োজনে আদিবাসী /ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার অগ্রগতি,চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ের উপর কমলগঞ্জ উপজেলা মিলনায়তনে ২৬ সেপ্টেম্বর রোববার বিশেষ একটি ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।
প্রচেষ্টা কর্মকর্তা ওয়াব আহমদ সঞ্চালনায় ও কমলগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম এর সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য দান করেন প্রচেষ্টা সংস্থা নির্বাহী পরিচালক আলী নবী খান,রহিমপুর ইউনিয়নের চেয়ারম্যান ইমতিয়াজ আহমদ বদরুল,কমলগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী,শিক্ষা অফিসার সামসু নাহার পারভিন, কমলগঞ্জ উপজেলা শাখা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সম্পাদক নিরঞ্জন দেব, আরও উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা মধুচন্দা দাশসহ সংবাদকর্মী ও বিভিন্ন আদিবাসী নেতৃবৃন্দ।
আজকের সন্মেলনের বিষয়বস্তু উপর আলোচনায় আলোকপাত করেন গণসাক্ষরতা অভিযান উপ-পরিচালক কে এম এনামুল হক।তিনি বলেন সিলেট বিভাগে আদিবাসী জনগোষ্ঠী বসবাস করছে।তাদের ভাষা, সংস্কৃতি ও জীবনচর্চা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে স্বতন্ত্র ধারায় প্রবাহিত হচ্ছে। এসব জনগোষ্ঠীদের মধ্যে ধর্ম, সংস্কৃতি ও ভাষাগত ভিন্নতা সত্তেও একটি সামাজিক, সাংস্কৃতিক ও আন্তঃগোষ্ঠীয় গভীর সম্পর্ক বিদ্যমান রয়েছে।বৃহত্তর সিলেটের জনগোষ্ঠী শত শত বছর ধরে যে কৃষ্টি ও সংস্কৃতি লালন করে আসছে তা বাংলা ভাষা শাণিত করেছে। তারা যুগযুগ ধরে প্রতিবেশ হিসাবে বৃহত্তর জনগোষ্ঠী সঙ্গে সম্প্রীতি ও সৌহার্দ্যর বন্ধনে
সব সময় আবদ্ধ। মাতৃভাষা ভিক্তিক বহুভাষিক শিক্ষা অন্তর্ভুক্তিমুলক শিক্ষা অর্জনের পথে বিশেষ অবদান রেখে চলছে।প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও জাতীয় শিক্ষা কার্যক্রম পাঠ্যপুস্তক বোর্ডের সরাসরি তত্ত্বাবধানে কয়েকটি আদিবাসী ভাষা প্রাথমিক শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন উদ্যোগ হাতে নিয়েছে।বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা মাতৃভাষা ভিক্তিক বহুভাষিক শিক্ষা কার্যক্রম আদিবাসী শিশুদের শিক্ষাকে মূলধারায়নে বিশেষ অবদান রাখছে।
তবে নানা জটিলতার কারণে সেই কার্যক্রম খুব ধীরগতিতে বাস্তবায়িত হচ্ছে। তারপর মুক্ত আলোচনা মধ্যদিয়ে আদিবাসীদের শিক্ষা ওয়ার্কশপ কার্যক্রমটি শেষ হয়।