মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১০:১৬ পূর্বাহ্ন

ওসমানীনগরে অজ্ঞাত যুবক উদ্ধার-মিলছে না পরিচয়।

রিপোটারের / ৩১৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১

ওসমানীনগর(সিলেট)প্রতিনিধিঃ সিলেটের ওসমানীনগরে অজ্ঞাত অচেতন অবস্থায় ২৫ বছর বয়সী এক যুবককে উদ্ধার করেছে ওসমানীনগর থানা পুলিশ।রোববার ২৬ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার সময় ঢাকা-সিলেট মহাসড়কের তাজপুর হাইওয়ে রোডের পাশে থেকে ওই যুবককে উদ্ধার করা হয়। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করেছে ওসমানীনগর থানা পুলিশ।

আজ সোমবার ২৭ সেপ্টেম্বর বেলা ১১টার সময় যুবকের জ্ঞান ফেরার পর তাকে থানায় নিয়ে আসা হয়।
ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শ্যামল বণিক জানান, উদ্ধার হওয়া সেই যুবক নিজের পরিচয় বলতে পারছেন না। কখনো তিনি বলছেন তাঁর নাম আব্দুল্লাহ আবার কখনো বলছেন মাহফুজ, এছাড়াও তার বাড়ি জাফলংয়ে,জৈন্তাপুর,গোয়াইনঘাট এসব ভিন্ন ভিন্ন স্থানের নাম বলছেন।তিনি বলেন,তার দেওয়া পরিচয় পুলিশ মিলিয়ে দেখছে,যদি কোনো ব্যক্তি যুবকের পরিচয় পান তাহলে ওসমানী নগর থানায় যোগাযোগ করার অনুরোধ করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর