সোহেল হোসেন,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষীপুর সদর উপজেলার নন্দনপুর গ্রামের খিদুর পাটোয়ারী বাড়ির নুরজাহান বেগমের আগুনে পুড়ে যাওয়া ঘরটি পুনরায় সংস্করণ করে দিলেন লক্ষ্মীপুর জেলা পরিষদের সদস্য সাখাওয়াত হোসেন আরিফ।
স্থানীয় সূত্র জানা যায় গত ১১ সেপ্টেম্বর শনিবার রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ওই অসহায় নারীর ঘর পুড়ে যায়। উক্ত বিষয়ে সংবাদের বিষয়টি লক্ষ্মীপুর জেলা পরিষদ সদস্য শাখাওয়াত হোসেন আরিফের নজরে পড়ে। তিনি ঘরটি মেরামত করে দিব বলে আশ্বস্থ করেন।
শনিবার ২৫ সেপ্টেম্বর স্বেচ্ছাসেবকদের সাথে নিয়ে ঘরটি মেরামত করে দেন সাখাওয়াত হোসেন আরিফ। স্বেচ্ছাসেবীদের মধ্যে ছিলেন, সাইফুল কিবরিয়া, সোহেল, মোবারক, রোমান, জেবু, শাহারিয়ার চৌধুরী শুভ, শাকিল, ইমন,সোহেল শামীম প্রমূখ ।
একান্ত আলাপে সাখাওয়াত হোসেন আরিফ বলেন পশ্চিম নন্দনপুর খিদুর পাটোয়ারী বাড়ির মৃত রুস্তুমআলী মেয়ে নুর জাহান বেগম এই বসত ঘর থাকতেন গত কয়েকদিন আগে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুন পুড়ে যায় ঘরটি তাই আজ একঝাঁক তরুন ভাইদের স্বেচ্ছাশ্রমে কাজটি করেছি,আমরা আমাদের মত করে নিজেদের সামর্থ অনুযায়ী মানুষের জন্য করে যাবো।