মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জে মাধবপুর ইউনিয়নে ব্যাক্তি মালিকানাধীন শ্রীগোবিন্দপুর চা বাগানে শ্রী জনক ভর নামের এক চা শ্রমিকের নির্মাণাধীন ঘর ভেঙ্গে ফেলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে বাগানের সাধারণ চা শ্রমিকরা।
রোববার(২৬সেপ্টেম্বর)বেলা ১১ টায় কমলগঞ্জের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান সড়কের গোবিনপুর লাইনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।প্রায় দুই ঘন্টাব্যাপী মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন স্থানীয় মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুষ্প কুমার কানু,চা বাগানের মনু-ধলই ভ্যালি সভাপতি ধনা বাউরী,সাধারন সম্পাদক নির্মল দাস পাইনকা,শ্রীগোবিন্দপুর চা বাগান পঞ্চায়েত সভাপতি মিলন নায়েক,নারী চা শ্রমিক নেত্রী গীতা রানী কানু, চা শ্রমিক নেতা মোহন রবিদাস,চা শ্রমিক ছাত্র নেতা প্রদীপ পাল প্রমুখ।
এ সময় বক্তারা আলোচনার মাধ্যমে অভিলম্ভে চা শ্রমিকের ঘর ভাঙ্গার সুষ্ঠ সমাধান করে দ্রুত সময়ের মধ্যে চা শ্রমিক শ্রীজনম ভর এর ঘর নির্মাণ করে দেওয়ার জন্য বাগান কর্তৃপক্ষের প্রতি জোর দাবী জানান।মানববন্ধনে চা বাগানের সকল নারী-পুরুষ চা শ্রমিকরা অংশ গ্রহন করেন।
এর আগে গত শনিবার সকাল ১০ টার দিকে শ্রীগোবিন্দপুর চা বাগানের চা শ্রমিক শ্রী জনক ভর এর নবনির্মিত পাকা ঘর ভেঙ্গে দেয় বাগান কর্তৃপক্ষ। এ সময় ভেঙ্গে ফেলা ঘরের টিন,কাঠসহ মালামাল বাগান কর্তৃপক্ষ নিয়ে যায়।
চা শ্রমিক শ্রী জনক ভর বলেন,তিনি বাগান ব্যবস্থাপক প্রশান্ত সরকারের মৌখিক অনুমতি নিয়ে চা শ্রমিক বিনাচল কাহারের জায়গায় একটি পাকা ঘর তৈরী করেন। কিন্তু শনিবার পূর্ব কোনো নোটিশ ছাড়াই বাগান ম্যানেজার বাগানের চৌকিদার নিয়ে তার নির্মানাধীন ঘর ভেঙ্গে দেয়।
এ ঘটনায় সাধারণ চা শ্রমিকদের মাঝে চাপা ক্ষোভ দেখা দেয়। এতে ফুঁসে উঠা সাধারণ চা শ্রমিকরা। এর প্রতিবাদে রোববার এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করা হয়।