আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোলে সড়ক উন্নয়ন কাজের ফলক উন্মোচন করা হয়েছে।
শনিবার (২৫ সেপ্টেম্বর)সকাল ১০টার সময় সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের বহুতী আরএইচডি জেলে মোড় হতে জিপিএস পর্যন্ত সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
কাজ ভিত্তি প্রস্তর স্থাপন করেন ও আলোচনা সভা প্রধান অতিথি বক্তব্য রাখেন,সিরাজগঞ্জ ও কামারখন্দ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সিরাজগঞ্জের বাস্তবায়নে রাস্তাটির ৮৪ ‘লক্ষ ৮ হাজার ৯ শত ২৫ টাকা নির্মাণ ব্যয় ধার্য করা হয়েছে ।
এমপি অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অঙ্গীকার গ্রাম–আমার শহর। প্রতিটি গ্রামকে শহরে উন্নত করার লক্ষ্য কাজ করে যাচ্ছেন বর্তমান জননেত্রী শেখ হাসিনা সরকার। এরই ধারাবাহিকতা সিরাজগঞ্জ সদর
বিভিন্ন অবকাঠামো উন্নয়ন কাজ করছে।তিনি আরও বলেন, বিএনপি’র আমলে সিরাজগঞ্জে বিদ্যুৎ সেক্টরের ব্যাপক অনিয়ম দূর্নীতি করা হয়েছে । তাই আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা যাকে নৌকা প্রতীক দিয়ে মনোনয়ন দেবেন। তার পক্ষে হয়ে দলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান ।
শিয়ালকোল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম আজম তালুকদার বাবলু এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ জামাল উদ্দিন তালুকদার এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,সিরাজগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ মিজানুর রহমান,সদর উপজেলা মোহাম্মদ রিয়াজ উদ্দিন,পৌর আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দিন প্রমূখ।
এ সময় সিরাজগঞ্জ সদর উপজেলা আওয়ামী যুব মহিলালীগের সভাপতি জুলেখা পারভীন, শিয়ালকোল ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মনির হোসেন মনি সহ আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।