মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৪:৩২ পূর্বাহ্ন

মাদক সেবনে প্রতিবাদে-উল্লাপাড়ায় মা ও প্রতিবন্ধী ছেলেকে মারপিট

রিপোটারের / ৩১৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১

নিজস্ব প্রতিবেদকঃ মাদক গ্রহনের প্রতিবাদ করায় উল্লাপাড়ায় পারুল রানী ভৌমিক (৪৬) নামের এক গৃহবধুর উপর হামলা চালিয়ে তাকে বেধড়ক মারপিট করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। উপজেলার পূর্বদেলুয়া গ্রামে বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। হামলাকারীরা এসময় পারুলের বাক প্রতিবন্ধী ছেলে রিপন কুমারকেও (২২) বেধড়ক মারপিট করে।

হামলার শিকার উক্ত গ্রামের মৃত মঙ্গলা ভৌমিকের স্ত্রী পারুল রানী ভৌমিক অভিযোগ করেছেন, তার প্রতিবেশী পানজিদ ভৌমিকের ছেলে গৌতম কুমার অধিকাংশ সময় মাদকাসক্ত হয়ে প্রতিবেশীদের উপরে খারাপ আচরণ করত। এর আগে র‌্যাব-১২ ক্যাম্পে ইয়াবাসহ সে ধরা পড়ে। পরে জামিনে বেরিয়ে আসে। গৌতম মাদকাসক্ত হয়ে প্রতিবেশীদের সঙ্গে খারাপ আচরণ করে এবং এর আগে পারুল রানীর ছেলে বাক প্রতিবন্ধী রিপন কুমারকেও গৌতমসহ তার সহযোগীরা মারধর করে। পারুল এর প্রতিবাদ করে। একই ঘটনার জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যায় গৌতম ও তার সহযোগী একই গ্রামের সুদেব, বাবলু ও শ্যামসহ কয়েকজন যুবক পারুল রানীর বাড়িতে এসে তাদের উপরে হামলা করে। এসময় লোহার রড, কাঠের বাটাম ও বাঁশের লাঠি দিয়ে তারা পারুল ও তার প্রতিবন্ধী ছেলেকে বেধড়ক মারপিট করে। এই ঘটনার পর প্রতিবেশীরা গুরুতর আহত পারুল রানীকে চিকিৎসার জন্য উক্ত হাসপাতালে ভর্তি করেন।

এ ব্যাপারে উল্লাপাড়া মডেল থানার সঙ্গে যোগাযোগ করলে ডিউটি অফিসার উপ পরিদর্শক আশরাফী খাতুন জানান, বৃহস্পতিবার রাতেই গুরুতর আহত পারুল রানী সিরাজগঞ্জ হাসপাতালে যাবার আগে ভ্যানযোগে থানায় এসে হামলাকারী উল্লিখিত ব্যক্তিদের বিরুদ্ধে মৌখিক অভিযোগ করে গেছেন। পুলিশ এখন হামলাকারীদের খুঁজছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর