তাড়াশ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে হতদরিদ্র পরিবার গুলো কার্ডের চাল পায় নি বলে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছে।
২২ সেপ্টেম্বর বুধবার সগুনা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ২৬ জন হতদরিদ্র পরিবার এ লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে পাওয়া গেছে, ওই ওয়ার্ডের ইউপি সদস্য আমিরুল ইসলাম এই ২৬জন হতদরিদ্র পরিবারের ফেয়ার প্রাইজের চাল বিগত কয়েক বছর যাবত উত্তোলন করেছেন।
চরকুশাবড়ী সবুজপাড়া গ্রামের অভিযোগকারী মৃত মেনাজ বেপারীর ছেলে ইছাহক বলেন,আমিরুল ইসলাম মেম্বরের কাছে প্রায় ৫ বছর আগে ফেয়ার প্রাইজের খাদ্য বিতরণে আমার নাম দেওয়ার জন্য আমার আইডি কার্ডের ফটোকপি ও ৫০টাকা দিয়েছিলাম। আমার নাম ওই বিতরণের তালিকায় থাকলেও এতদিন আমাকে জানায় নি। কিছুদিন আগে আমি জানতে পারি ওই তালিকার মধ্যে আমার নাম আছে সেই নামের চাল ওই মেম্বর আরও ২৫টি কার্ডের চাল এতদিন উত্তোলন করেছে। তাই এই কার্ডের নায্য পাও না বুঝিয়ে পেতেই অভিযোগ টি করেছি।
এ বিষয়ে সগুনা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য আমিরুল ইসলাম বলেন, আমার নামে যে অভিযোগ করা হয়েছে তা সম্পন্ন মিথ্যা,বানোয়াট ও ভিত্তিহীন। আমি মেম্বর হওয়ার পর ফেয়ার প্রাইজের খাদ্য বিতরণের জন্য ৫৫টি কার্ডের বরাদ্দ পাই। আমি ৫৫জনকেই কার্ড করে দিয়েছি। যে ৫৫জনকে আমি কার্ড করে দিয়েছি তারা যদি চাল না পায় তাহলে আমি এর দায়ভার নেব। বাদ বাকী কার্ড নেতা কর্মীরা দিয়েছে। সে দায়ভার আমি নিতে পারবো না।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিম বলেন, পুর্নাঙ্গ অভিযোগ পায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।