রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৫:১২ অপরাহ্ন

রায়পুরে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ও বিদ্যালয়ের ভবন উদ্বোধন।

রিপোটারের / ২৫৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১

সোহেল হোসেন,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে রায়পুর উপজেলার ৩নং চর মোহনা ইউনিয়ন পরিষদের নবনির্মিত কমপ্লেক্স ভবন ও দক্ষিণ রায়পুর আব্দুর রহমান আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ৪র্থ তলা বিশিষ্ট ভবন উদ্বোধন করা হয়েছে।

বৃস্পতিবার দুপুরে লক্ষ্মীপুর-রায়পুর (সদর আংশিক ও রায়পুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন এ ভবনের উদ্বোধন করেন।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে এক কোটি ১২ লাখ ৭ হাজার ৯৭৬ টাকা ব্যয়ে ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণ করা হয়।এছাড়া শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে দুই কোটি ৯৬ লাখ টাকা ব্যয়ে বিদ্যালয় ভবন নির্মাণ করা হয়েছে।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রফিকুল হায়দার বাবুল পাঠানের সভাপতিত্বে বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ, থানার ও‌সি আব্দুল জ‌লিল, পৌর মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র ইসমাইল খোকন ও পৌর আওয়ামীলী‌গের আব্বায়ক কাজী জাম‌শেদ ক‌বির বাক্কী বিলাহ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর