শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৮:০৩ অপরাহ্ন

কোভিড- ১৯ একসময় সাধারণ  ঠান্ডাজ্বর পরিণিত হবে: প্রধান সারাহ গিলাবার্ট

রিপোটারের / ২৭৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১

আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বব্যাপী একযোগে আতঙ্ক সৃষ্টিকারী প্রাণঘাতী করোনাভাইরাস একসময় সাধারণ ঠান্ডাজ্বরে রূপ নেবে বলে মনে করেন করোনাভাইরাস প্রতিরোধী টিকা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ফমুর্লা উদ্ভাবনকারী বিশেষজ্ঞ দলের প্রধান সারাহ গিলাবার্ট।

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে রয়্যাল সোসাইটি অব মেডিসিন আয়োজিত এক সম্মেলন একথা বলেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক।

প্রধান সারাহ গিলাবার্ট বলেন, কোভিড- ১৯ একসময় সাধারণ  ঠান্ডাজ্বর পরিণিত হব। “সার্স-কোভ-২ বা নভেল করোনাভাইরাস ছাড়াও এই গোত্রের আরও চারটি করোনাভাইরাসের আবির্ভাব পৃথিবীতে হয়েছিল এবং সেগুলো এখনও সক্রিয় আছে। মানবদেহে এসব করোনাভাইরাস সংক্রমিতও হয়; কিন্তু আমরা এখুন আর সেগুলো নিয়ে আলোচনা করি না।”

তিনি বলেন, “সাধারণত ভাইরাসের যত বেশি বিস্তার ঘটে, ততই বেশি ভয়বহতা কমতে থাকে। আগামী দিনগুলোতে সার্স-কোভ-২ যে আরও প্রাণঘাতী পরিবর্তত ধরনে রুপান্তরিত হবে এমনটা না ভাবলেও চলবে।”

টিকাদান কর্মসূচি বাড়লে ভাইরাসের বংশবৃদ্ধি এবং সক্ষমতা কমবে বলেও মনে করেন তিনি।

সারাহ গিলবার্ট আরও বলেন, সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে করোনাভাইরাসের প্রাণঘাতী হয়ে ওঠার প্রবণতা কমে এসেছে। একইসঙ্গে মানবদেহের প্রতিরোধ ক্ষমতাও বেড়েছে।

সুত্রঃ  Dhaka Tribune Bangla
তারিখঃ ২৩-০৯-২০২১


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর