রাজু আহমেদ সাহান,স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারি হিসাবে পুরস্কৃত হয়েছেন উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক ইব্রাহিম। সোমবার সন্ধ্যায় সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে উপ-পরিদর্শক ইব্রাহিমের হাতে পুরস্কার তুলে দেন সিরাজগঞ্জের পুলিশ সুপার হাসিবুল আলম (বিপিএম) মহোদয়।
থানা সুত্রে জানা গেছে, উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক ইব্রাহিম গত এক মাসে সিরাজগঞ্জ জেলার মধ্যে সর্বাধিক মাদক উদ্ধার ও আসামি গ্রেপ্তার করায় তাকে জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারি পুলিশ কর্মকর্তা হিসেবে ঘোষণা করা হয়েছে। গত এক মাসে ১১০ পিচ ইয়াবা, ২১ গ্রাম হিরোইন উদ্ধার করে সংশ্লিষ্ট ঘটনায় ৬ জন আসামিকে গ্রেফতার করে জেল হাজতে পাঠান তিনি।
এ ঘটনায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারি হিসেবে পুলিশ প্রশাসন তাকে পুরস্কৃত করেন। সোমবার সন্ধ্যায় সিরাজগঞ্জের পুলিশ সুপার হাসিবুল আলম (বিপিএম) মহোদয় উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক ইব্রাহিমের হাতে এ কৃতিত্বের পুরস্কার তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার নুরে আলম সিদ্দিকী, ফারহানা ইয়াসমিন, শরাফত আলী ও উল্লাপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহফুজ হোসেন।
পুরস্কার গ্রহনকারি উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক ইব্রাহিম উচ্ছ্বসিত হয়ে জানান,পুলিশ প্রশাসন আমার কাজের দক্ষতার জন্য আমাকে পুরস্কারে ভূয়সীত করেছেন। এ জন্য ডিপার্টমেন্টের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আন্তরিক ভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি । ভবিষ্যতেও যেন এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারি।