উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউনিয়নের পাঁচন গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে নার্গিস বেগম (৩৮)নামের এক গৃহবধূকে বেদরক মারপিটের পর হত্যার চেস্টার অভিযোগ উঠেছে শফিকুল ইসলাম গং এর বিরুদ্ধে। ওই গৃহবধূকে মারপিটের করে ফেলে যাওয়ার পর স্বজনেরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন।
আহত গৃহবধূ নার্গিস বেগম উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের পাঁচন গ্রামের আলম হোসেনের স্ত্রী। শফিকুল ইসলামের গ্রামের বাড়ি আগুড়পুর হলেও শ্বশুর বাড়ি পাঁচন গ্রামে ঘরজামাই হিসাবে বসবাস করেন। এ বিষয়ে ভুক্তভোগী সলঙ্গা থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ সূত্রে জানা যায় পুকুড় পাড়ের জমির ঘাস কাটাকে কেন্দ্র করে গৃহবধূ নার্গিসের সাথে প্রতিবেশি শফিকুল ইসলাম গং এর সাথে বিরোধ চলে আসছিলো। ক’দিন আগে নার্গিস বেগমকে বাড়ির পাশেই একা পেয়ে শফিকুল ইসলামসহ ৩/৪ জন সন্ত্রাসী পূর্ব পরিকল্পিত ভাবে তার ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত অবস্থায় চিৎকার দিলে ওই গৃহবধূর স্বজনেরা আগাইয়া আসিলে শফিকুল ইসলাম তার সন্ত্রাসী বাহিনী নিয়ে চলে যায়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে সলঙ্গা থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল কাদের জিলানি জানান ভুক্তভোগী গৃহবধূ নার্গিস বেগম থানায় অভিযোগ করেছেন।বিষয়টি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।