টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতি উপজেলার টাঙ্গাইল-ভূঞাপুর আঞ্চলিক সড়কে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে এক যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ১৫ জন। নিহত বাসযাত্রী ছায়েদ আলী(৬২)নওগাঁর পোরশা উপজেলার কোচপুর গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে।
আহতদের উদ্ধার করে টাঙ্গাই জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
মঙ্গলবার(২১ সেপ্টেম্বর )ভোরে টাঙ্গাইল-ভূঞাপুর আঞ্চলিক সড়কের নারান্দিয়া ইউনিয়নের যাদুরপাড়া এলাকায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতের স্বজনদের সূত্রে জানা যায় নিহত ছায়েদ আলী তার তিন নিকট আত্মীয় নিয়ে সোমবার রাতে নওগাঁ থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন।বাসটি বঙ্গবন্ধু সেতু পাড় হয়ে মহাসড়ক দিয়ে না গিয়ে ভূঞাপুর হয়ে আঞ্চলিক সড়ক দিয়ে ঢাকা যাওয়ার সময় যাদুপাড়া এলাকায় বাসটি সড়কের বাক ঘোড়ার সময় নিয়ন্ত্রণ হাড়িয়ে খাদের পানিতে পড়ে যায়।
এ সময় একাধিক যাত্রী জানান গাড়ির চালক ঘুমিয় বাস চালাচ্ছিলেন।বারবার তাকে সতর্ক করার পরেও এই নির্জণ এলাকায় এসে সড়ক দুর্ঘটনার কবলে পড়লো সেই সাথে ঝড়ে গেল এক বৃদ্ধর প্রাণ। ঘটনার পর বাসের চালক,সুপারভাইজার ও হেলপারদের পাওয়া যায়নি।
টাঙ্গাইল ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আলাউদ্দিন জানান দুর্ঘটনার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে একজনের মৃতদেহ উদ্ধার করে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়।বাসটি সড়কের বাক ঘুরতেই নিয়ন্ত্রণ হাড়িয়ে খাদের পানিতে পড়ে দুর্ঘটনার কবলে পরে এবং একজন নিহত হয়।