ডেস্ক নিউজঃ প্রেমিকের শচীনের সাথে গভীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে খুশবুর। শচিনকে বিয়ে করতে চেয়েছিলো মেয়ে খুশবু,কিন্তু রাজি ছিলো না পিতামাতা।শেষ পর্যন্ত ঠিক করেছিলো প্রেমিকের হাত ধরে পালিয়ে যাবে অজানার দেশে। কিন্তু সেখানেও বাধা হয়ে দাঁড়িয়েছিলেন পিতামাতা।তাই তার বাবা মা সহ পরিবারের সবাইকে কৌশলে বিষ পান করিয়ে প্রেমিকের হাত ধরে পালিয়ে যায় তাদের মেয়ে।ঘটনাটি ঘটেছে ভারতের গুজরাটে।
এ ঘটনায় গত শুক্রবার ওই মেয়ে সহ তিন জনকে আটক করে পুলিশ।খুশবুর বাবা দীপক ভাঞ্জারার করা মামলার পর তাদের আটক করা হয়েছে। আটক বাকীরা হলেন খুশবুর স্বামী শচিন ও তার বাবা আশোক মোড়।
পুলিশ সূত্রে জানা যায় খুশবু ঔষুধের দোকান থেকে বাবা মাকে খাওয়ানোর উদ্দেশ্যে কিছু বিষাক্ত ট্যাবলেট ক্রয় করে ময়দার সঙ্গে মিশিয়ে দেয়। পরে রাতে খাবারে তা মা-বাবা ও ভাইকে খাওয়ায়। কিছুক্ষণ পর বাড়ির সবাই অজ্ঞান হয়ে পড়লে খুশবু পালিয়ে যায়।