বিনোদন ডেস্কঃ সুনামধন্য বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান ইভাকে গায়িকা হিসাবে তৈরি করেন। বিভিন্ন উপায়ে তাকে দেশের সেরা সিঙ্গার হিসাবে পরিচিতি লাভ করিয়ে বিয়ে করে নিজের ঘরনি করেন। ইভা রহমান মাহফুজকে ছেড়ে দিয়ে আবার বিয়ে করে নতুন সংসার জীবন শুরু করার বিষয়টি ইভা নিজেই সাংবাদিকদের জানিয়েছে। এ সময় আরো বলেন এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানের সাথে তার বিবাহ বিচ্ছেদ অনেক আগেই হয়েছে।
গত রবিবার ১৯ সেপ্টেম্বর রাজধানীর গুলশানের বাসায় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে নতুন জীবন সংগী বিশিষ্ট ব্যবসায়ী সোহেল আরমানের সাথে আনুষ্ঠানিক ভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। এ সময় ইভার কাছের আত্মীয় স্বজনদের দাওয়াত করে বিয়ের কাজ সম্পন্ন করেছেন এবং দম্পতি জীবন যেন সুখী হয় সে জন্য দোয়া চেয়েছেন।