আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রান্তিক পর্যায়ের কৃষকদের মধ্যে ২০২১-২০২২ অর্থবছরে খরিপ-২ মৌসুমে মাসকলাই বীজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মাসকলাই বীজ ও রাষায়নিক সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
সোমবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১ টার সময় উপজেলা পরিষদের হলরুমে ৪৫০ জন কৃষককে রাসায়নিক সার, মাসকলাই বীজ ও ৩০ জন কৃষককে নাবী পাট বীজ বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মওদুদ আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,স্থানীয় সাংসদ তানভীর ইমাম।
এসময় উল্লাপাড়া উপজেলা কৃষি অফিসার সুবর্ণা ইয়াসমীন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিবলী ইসলাম কবিতা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ ফয়সাল কাদের রুমী,সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা যুবলীগের আহবায়ক মীর আরিফুল ইসলাম উজ্জ্বল, উপজলা কৃষকলীগের সভাপতি আলাউদ্দিন তালুকদার সহ সুবিধা ভোগী প্রান্তিক কৃষকেরা উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি সিরাজগঞ্জ -৪ উল্লাপাড়া আসনের সংসদ সদস্য তানভীর ইমাম বলেন, কৃষিবান্ধব সরকার কৃষকদের দূর্দশার কথা চিন্তা করে এই করোনাকালীন সময়ে কৃষি প্রণোদনা বিতরণের নির্দেশনা দিয়েছে কৃষি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের। কৃষিকে আধুনিক ও বাণিজ্যিকভাবে লাভবান করার জন্য সরকার কৃষকদের প্রণোদনার মাধ্যমে উদ্বুদ্ধ করছে। কৃষকদের বিনামূল্যে সার, বীজ দিয়ে সহায়তা করছে। তারই ধারাবাহিকতায় আজ কৃষকদের মধ্যে এ সব উপকরণ বিতরণ করা হলো।’
তিনি আরও বলেন, একটা সময় ছিলো যখন সারের দাবীতে ১৬ জন কৃষকের মৃত্যু হয়। বীজের জন্য ছিলো হাহাকার। কৃষিমন্ত্রী বলেছিলেন, সারের জন্য কৃষক ছুটবে না, সার কৃষকের বাসায় চলে যাবে। আর প্রধানমন্ত্রী দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, কৃষক বাঁচলেই দেশ বাঁচবে। তাই কৃষকদের সার ও বীজ যথাযথভাবে ব্যবহার করার অনুরোধ রইলো।