শনিবার, ০৩ মে ২০২৫, ০৮:১৮ পূর্বাহ্ন

রামগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে চেয়ারম্যান প্রাথী ছলিম উল্লাহ’র মতবিনিময়।

রিপোটারের / ৩০৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১

সোহেল হোসেন,লক্ষীপুর প্রতিনিধিঃ লক্ষীপুর রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে গণসংযোগের অংশ হিসাবে চেয়ারম্যান প্রার্থী ছলিম উল্লাহ’র সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন।

নির্বাচনকে সামনে রেখে এলাকাবাব্যাপী ব্যাপক গনসংযোগ,সাংগঠনিক কর্মকান্ড জোরদার, এলাকার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহনের পাশাপাশি শুক্রবার সন্ধ্যায় রামগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে সাংবাদিকদের মতবিনিময় করেন।

রামগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জাকির হোসেন মোস্তানের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মো: কাউছার হোসেনের উপস্থাপনায় সাংবাদিক ছলিম উল্লাহ আসন্ন ইউপি নির্বাচনে নিজেকে আনুষ্ঠানিক ভাবে প্রার্থী হিসেবে ঘোষনা দিয়ে সার্বিক পরিস্থিতি তুলে ধরে বক্তব্য রাখেন।

এ সময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন লক্ষীপুর শিক্ষক সমিতির সাবেক সভাপতি আবুল বাশার বশির ও দৈনিক সোনালী খবরের স্টাফ রিপোর্টাও দ্বীন ইসলাম। সাংবাদিকদের মাঝে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সহ-সভাপতি জাহাঙ্গির মোল্লা,যুগ্ন সাধারন সম্পাদক বেলায়েত হোসেন বাচ্চু,অর্থ ও দপ্তর সম্পাদক মো: আবু তাহের,সাংবাদিক ওমর ফারুক পাটোয়ারী,পারভেজ হোসেন,রাজু আহমেদ,রাকিব হোসেন প্রমুখ।

প্রার্থী হিসেবে ঘোষনা সময় সাংবাদিক ছলিম উল্লাহ বলেন,এক সময়ে আলোচিত করপাড়া এখনো মানুষ অপরাধীদের কাছে অসহায়,আমি স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচিত হলে এলাকা মাদক নিমূল, সন্ত্রাস-চাদাঁবাজি বন্ধ এবং এলাকার মানুষদের নিরাপদে বসবাস করার পরিবেশ তৈরী করবো।

এসময় তিনি আরো বলেন, প্রার্থী হওয়ায় এবং ভোট দেওয়ায় আমাদের নাগরিক অধিকার। আসন্ন ইউপি নির্বাচনে সরকার করপাড়াসহ সারা দেশের মানুষদের একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিলে যোগ্য ও দক্ষ ব্যক্তিকে ভোটাররা ভোট দিয়ে নির্বাচিত করতে পারবে। এতে করে ইউপির বিভিন্ন উন্নয়ন কাজ সুষ্ঠ ও সুন্দর ভাবে পরিচালিত হবে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর