চৌহালী(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের চৌহালীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
চলতি ২০২১-২২ইং অর্থবছরে উচ্চ ফলনশীল নাবী জাতের পাট বীজ উৎপাদনের স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য নাবী পাট বীজ উৎপাদন প্রদর্শণী বাস্তবায়নের লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
রবিবার সকালে চৌহালী উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এ বীজ ও সার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌহালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আ’লীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন সরকার ৷
চৌহালী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জেরিন আহমেদের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অফিসার নাসিব আহমেদ,খাষপুকুরিয়া ইউনিয়ন আ’লীগের সাবেক সাধারন সম্পাদক মো: মাসুম সিকদার,ছাত্রলীগের সহ সভাপতি মো:রোকনুজ্জামান রকু প্রমুখ।
বিনামূল্যে বীজ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপ-সহকারী কৃষি অফিসার(ডিপ্লোমা) ছানোয়ার হোসেন শামীম আহমেদসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা ও কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলা পাঁচটি ইউনিয়নের ২০ জন কৃষক-কৃষাণীর মধ্যে ৫০০ গ্রাম করে নাবী জাতে পাট বীজ, এবং ১০ কেজি করে ইউরিয়া, ডিএপি ও এমওপি সার বিতরণ করা হয়। এছাড়াও প্রত্যেক কৃষককে উচ্চ ফলনশীল নাবী জাতের পাট বীজ উৎপাদনের স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য নাবী পাট বীজ উৎপাদন প্রদর্শণী বাস্তবায়নের লক্ষ্যে দুই হাজার ৬৩০ টাকা করে নগদ অর্থ সহায়তা প্রদান করা হবে।এদের মধ্যে উপজেলার খাষপুকুরিয়ার, খাষকাউলিয়া, বাঘুটিয়া ,উমারপুর ও ঘোড়জান ইউনিয়নের কৃষকদের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে ৷