আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে হুমকি ধামকি ও মারপিটের চেষ্টার অভিযোগটি মিথ্যা প্রমানিত হওয়ায় ১৩-৯-২০২১ ইং তারিখে মামলা থেকে অব্যাহতি দিয়েছে সিরাজগঞ্জ ক অঞ্চলের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মুরাদ হোসেন।
সিরাজগঞ্জ পৌর এলাকার বাহিরগোলা মহল্লার সেলিম তালুকদারের ছেলে জুয়েল তালুকদার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন মামলা ও উদ্দেশ্য প্রনদিত ভাবে সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে সংবাদ প্রচার করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিছেন প্রধান শিক্ষক সহকারি শিক্ষক নেতারা।
উল্লেখ্য, মামলার বিবরন থেকে জানা যায় হুমকি ধামকি ও মারপিটের অভিযোগ করার স্থানে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আপেল মাহমুদ উপস্থিত ছিলেন না বলে প্রমানিত হয়। তিনি সে সময় ১৫ আগষ্টের প্রোগ্রামে ব্যস্ত ছিলেন।তাই এ ঘটনার সাথে সম্পৃক্ততার প্রশ্নই ওঠে না।
এব্যাপারে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আপেল মাহমুদ বলেন, আমাকে মিথ্যা ভিত্তিহীন বানোয়াট মামলা দিয়েছিল। আদালত তাহার সত্যতা না পাওয়ায় মামলা থেকে অব্যাহতি দেন। ভিত্তিহীন মামলা দেওয়ার জন্য অবশ্যই তার বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে।