কাজিপুর(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুরে সুধা স্বনির্ভর প্রকল্পের আওতায় তেকানি ইউনিয়নের ২০ জন হতদরিদ্র নারীর মাঝে ছাগল ও গাছের চারা বিতরন করা হয়েছে।
১৮ই সেপ্টেম্বর (শনিবার) দুপুর ২টায় উপজেলার তেকানি ইউনিয়নের ২০ জন হতদরিদ্র নারীর মধ্যে ১টি করে উন্নতজাতের ছাগল ও দুটি করে ঔষধি গাছের চারা বিতরন করা হয়।
হতদরিদ্র নারীদের আত্ননির্ভরশীল হিসেবে গড়ে তুলতে ব্যতিক্রমধর্মী সেচ্ছােসেবী সংগঠন “সুধা স্বনির্ভর প্রকল্প”এর এমন উদ্যেগে এলাকাজুড়ে বইছে প্রশংসার ঝড়।
ছাগল ও ঔষধি গাছের চারা বিতরনকালে উপস্হিত ছিলেন তেকানি ইউপি চেয়ারম্যান হারুন-অর-রশীদ, ইউনিয়ন আ.লীগের সহ-সভাপতি সালাম বিএসসি,শাহীন মন্ডল, যুবলীগের সাধারণ সম্পাদক জাহিদুল হাসান,সুধা স্বনির্ভর প্রকল্পের সদস্য শাহাদাত তালুকদার, মালেক মাস্টার,মামুন তালুকদার,গোলাম রাব্বানী খোকন তালুকদার সহ স্হানীয় মু্ক্তিযোদ্ধা ও শিক্ষক সমাজ।
সুধা স্বনির্ভর প্রকল্পের পরিচালক আলহাজ্ব রেজাউল করিম খোকন তালুকদার বলেন,সমাজের অসহায় হতদরিদ্র নারীদের সাবলম্বী হিসেবে গড়ে তোলাই হচ্ছে এই সংগঠনের মুখ্য উদ্দেশ্য,ধাপে ধাপে তেকানি,নিশ্চিন্তুপুর, চরপানাগাড়ি সহ পুরো চরাঞ্চল জুড়ে আমাদের এ কার্যক্রম চলবে ইনশাআল্লাহ।