মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১১:৪৪ পূর্বাহ্ন

সাভারের আশুলিয়ায় গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় আটক-১।

রিপোটারের / ৩২৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১

স্মৃতি রানি,স্টাফ রিপোর্টারঃ রাজধানীর সাভারের আশুলিয়ায় গৃহকর্মীকে মারধর করে মাথা ন্যাড়া করে দেওয়ার ঘটনায় অভিযুক্ত দেলোয়ার হোসেনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত লিপিকেও আটকের চেষ্টা চলনো হচ্ছে।

শুক্রবার ( ১৭ সেপ্টেম্বর )সকাল ৯ টার সময় এ তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ- পরিদর্শক ইউনুস আলী।

বৃহস্পতিবার রাত ১০ টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয়।

তথ্যসূত্রে জানা যায় ভুক্তভোগী নারীকে বাসায় কাজের জন্য ডেকে নিয়ে যায় দেলোয়ার দম্পতি। ভুক্তভোগী বাসায় কাজ করার সময় ঘর থেকে লিপি বের হয়ে যায়। এই সুযোগে দেলোয়ার গৃহকর্মীর শ্লীলতাহানি করেন। এসময় লিপি ঘরে ফিরে তাকে মারধর শুরু করেন।

এক পর্যায়ে ওড়না দিয়ে বেধে বিকেল পর্যন্ত মারধর করে তার স্পর্শকাতরা স্থানে আয়রনের ছ্যাকা দেন। পরে জাত ও পায়ের নক তুলে ফেলার চেষ্টা করেন।

শেষ পযর্ন্ত মাথার চুল কেটে দেন তারা। এ ঘটনায় ওই বাড়ির ওপর এক ব্যক্তি তাকে উদ্ধার করে বাসায় পাঠিয়ে দেন। বুধবার ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি হয় তিনি।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক ইউনুস জানান ওই নারীকে শ্লীলতাহানির অভিযোগে দেলোয়ার হোসেনকে আটক করা হয়ছে। লিপিকে আটকের জন্য অভিযান চালানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর