সবুজ সরকার, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের বেলকুচিতে ফিজিওথেরাপি এন্ড রিহ্যাব সলিউশন্স এর শুভ উদ্বোধন করা হয়েছে। ১৭ (সেপ্টেম্বর) শুক্রবার সকালে বেলকুচি পৌর এলাকায় শেরনগর মেইন রোড (কেন্দ্রীয় মসজিদের দক্ষিনে) সংলগ্ন ভবনে সিরাজগঞ্জ ফিজিওথেরাপি এন্ড রিহ্যাব সলিউশন্স এর উদ্বোধনোত্তর আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বেলকুচি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এ কে এম মোফাখখারুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে বক্তব্যে রাখেন, ডেপুটি কোর্স কো-অডিনেটর আকতার হোসেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, ডাঃ জাহিদুল ইসলাম, সমাজ সেবক আব্দুল মজিদ খাঁন, ডা: শাকিল আহাম্মেদ, ডাঃ তারেক আজিজ, হাজী নুরুল ইসলাম আমিন, সিরাজগঞ্জ ফিজিওথেরাপি এন্ড রিহ্যাব সলিউশন্স এর প্রধান নির্বাহী কর্মকর্তা ফিজিওথেরাপিস্ট মেছবাহ উদ্দিনসহ বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ। বেলকুচিতে এই প্রথম এ ফিজিওথেরাপি এন্ড রিহ্যাব সলিউশন্স এর শুভ উদ্বোধন করা হয়েছে। এই ফিজিওথেরাপির মাধ্যমে মানবদেহের, মেরুদন্ড, কোমর, হাটু,হাত,পা সহ যে কোন ব্যাথা, প্যারালাইসিস, ষ্ট্রোকজনিত সমস্যা, বাতের ব্যাথাসহ বিভিন্ন রোগের স্বল্পখরচে চিকিৎসা করা হয়।
এসময় বক্তাগণ ফিজিওথেরাপি চিকিৎসা বিষয়ক জনসচেতনতা মূলক বিষয় নিয়ে আলোচনা করেন এবং ফিজিওথেরাপি এন্ড রিহ্যাব সলিউশন্সের উন্নতি প্রত্যাশা করেন।
সিরাজগঞ্জ ফিজিওথেরাপি এন্ড রিহ্যাব সলিউশন্স এর প্রধান নির্বাহী কর্মকর্তা মেছবাহ উদ্দিন বলেন, বেলকুচিতে এই থেরাপি সেন্টারটি না থাকায় বেলকুচির মানুষ অন্য জেলায় গিয়ে থেরাপি নিতে হয়। তাই বেলকুচি মানুষের কষ্ট লাঘবের জন্যেই আমি বেলকুচিতে এই থেরাপি সেন্টারটি চালু করেছি। এখানে স্বল্প খরচে উন্নত চিকিৎসা ও আবাসনের সুব্যবস্থা রয়েছে। প্রতি শুক্রবারে ফ্রি রোগী দেখা হয়।