ক্রিড়া ডেস্কঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগে শেখ রাসেল ক্রিড়া চক্রের বিপক্ষে ১-০ গোলের ব্যবধানে জিতে দেশের ইতিহাসে সর্ব্বোচ্চ পয়েন্টের রেকর্ড গরলেন বসুন্ধরা কিংস। লিগের সর্বোচ্চ গোলকরার রবসন রবিনিয়োর একমাত্র গোলে জয় পায় অস্কার ব্রুজোনের শিষ্যরা।
১৭ সেপ্টেম্বর শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হওয়া ম্যাচের প্রথম থেকেই শেখ রাসেল ক্রিড়া চক্রকে চেপে ধরেছিলো বসুন্ধরা কিংস।কয়েকবার আক্রমণ করেও প্রথমার্ধে অবশ্য প্রতিপক্ষের রক্ষণভাগ ভেদ করতে পরেননি বসুন্ধরা কিংস।
বিরতির পর খেলতে নেমে আগের মতোই শেখ রাসেল ক্রিড়া চক্রকে কোণঠাসা করে রাখে বর্তমান চ্যাম্পিয়ান বসুন্ধরা কিংস।বেশ ক’টি পরিবর্তনের পর আরো দুর্দান্ত হয়ে উঠেছিল খেলোয়ারা।
৭৮ মিনিটের সময় ডিবক্সের মধ্যে শেখ রাসেল ডিফেন্ডারের হাতে বল লেগে যাওয়ায় পেনাল্টি পায় বসুন্ধরা। ৭৯ মিনিটের সময় দুর্দান্ত স্পট কিকে গোল করে দলকে এগিয়ে নিয়ে যায় রবসন।
নিজের ২১ তম গোলে এখন পর্যন্ত লিগের সর্বোচ্চ স্কোরার ব্রাজিলিয়ান এ ফরোয়ার্ড। তার এক মাত্র গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে অস্কার ব্রুজোনের শিষ্যরা।
একই সাথে বাংলাদেশ প্রিমিয়াম লিগের ইতিহাসে সর্বোচ্চ পয়েন্টের রেকর্ড গড়েছে বসুন্ধরা কিংস।২৩ ম্যাচে ২১ টিতে জয় লাভ করে ৬৪ পয়েন্ট নিয়ে নিজেদের ৬৩ পয়েন্ট অর্জনের রেকর্ড ভাঙে বর্তমান চ্যাম্পিয়ানরা।
সূত্রঃ বাংলা নিউজ ২৪।