ফজলে রাব্বীঃ বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) এর অন্তভুক্ত সংগঠন’প্রকৃতি ও বন্যপ্রাণী সংরক্ষণ সংস্থা (স্যানো)র সহযোগিতায় বুুধবার(১৫ সেপ্টেম্বর) বগুড়ার গাবতলী উপজেলার রেল লাইনের দুই পাশে ৫০০টি তালবীজ লাগিয়ে “তালবীজ বপন কর্মসূচী-২০২১” শুরু করা হয়েছে।
তালবীজ বপন কর্মসূচীর আয়োজন করেন,প্রকৃতি ও বন্যপ্রাণী সংরক্ষণ সংস্থা (স্যানো)কাহালু,বগুড়া সভাপতি এ.টি.এম. আহসান হাবীব তালুকদার (রঞ্জু)।
বপন কাজে সহযোগিতা করেন,‘‘গাবতলী বন্যপ্রাণী সংরক্ষণ কমিটি”র সিনিয়র সহ সভাপতি মোঃ রফিকুল ইসলাম (প্র.শি, হামিদপুর সপ্রাবি) ও সহ সভাপতি শ্রী বিপ্লব কুমার মহন্ত,“ফিরিয়ে দাও অরণ্য”র সভাপতি এম.ফজলুল হক বাবলু,“ধলির বিল যুব সংগঠন”এর সাধারণ সম্পাদক মোঃ মুঞ্জুরে মওলা নিরব ও সহ: সাংগাঠনিক সম্পাদক মোঃ সাকিবুল হাসান,সোন্দাবাড়ী পরিবেশ উন্নয়ন কমিটি”র সাধারণ সম্পাদক মোঃ নাহিদ হাসান মুন্নাসহ আরও অনেকে। সংগঠনগুলো প্রায় ২ হাজার তালগাছ লাগানোর লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে