নিউজ ডেস্কঃ ঢাকার আশুলিয়ায় এক রাতে ১৯ স্বর্নের দোকানে ডাকাতির ঘটনা ঘটে।এই ঘটনার তদন্ত শুরু করে সিআইসি।তদন্ত সংঘবদ্ধ একটি ডাকাত দলের সন্ধান পায় অপরাধ তদন্ত বিভাগ।
ডাকাতির সাথে জড়িত কাউকে গ্রেপ্তার করা না গেলেও ডাকাতি করা স্বর্ন ও টাকাসহ এক ডাকাতের স্ত্রীকে আটক করেছেন তারা।
বুধবার রাতে ডাকাতের স্ত্রী শাহানা বেগম(২৪)কে রাজধানীর বাড্ডা এলাকা থেকে আটক করা হয়।
এ সময় ওই নারীর কাছ থেকে ডাকাতি করা ২ ভরি স্বর্ন ও ২ লাখ ৪৪ হাজার ৮’শ ৪০ টাকা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার ১৬ সেপ্টেম্বর দুপুরে রাজধানীর মালিবাগ সিআইডি কার্যালয় এক সংবাদ সম্মেলনে এ সব তথ্য নিশ্চিত করেন বিশেষ পুলিশ সুপার মুক্তাধর।এ সময় তিনি জানান গত ৬ সেপ্টেম্বর মধ্যরাতে ঢাকার আশুলিয়া থানার ঢাকা-আরিচা মহাসড়কের নয়ারহাট বাজারে ১৯টি স্বর্নের দোকানে একযোগে ডাকাতির ঘটনা ঘটে।
অজ্ঞাত নামের ৩০-৪০ জন ডাকাত ওই দোকানগুলো থেকে স্বর্নালঙ্কার ও নগদ অর্থ সহ এক কোটি ৩২ লাখ টাকা লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা করা হয়েছে।
চাঞ্চল্যকর এই ডাকাতি ঘটনা তদন্তের সময় বুধবার মধ্যরাতে বাড্ডা থেকে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার আনোয়ার দেওয়ানের স্ত্রী শাহানা বেগমকে আটক করে সিআইডির সদস্যরা।
সূত্রঃ বাংলা নিউজ