আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
“মুজিব বর্ষে শপথ নেবো, জাটকা নয় ইলিশ খাবো” এই স্লোগান কে সামনে রেখে সিরাজগঞ্জ জেলা মৎস্য অধিদপ্তর ব্যবস্থাপনায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলা পর্যায়ের সেমিনার অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকালে সিরাজগঞ্জ অফিসার ক্লাবে আয়োজিত সেমিনারে জেলা প্রশাসক ড.ফারুক আহাম্মদের সভাপতিত্বে,প্রধান অতিথি হিসাবে বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না।
সন্মানিত অতিথি হিসেবে বক্তব্যে রাখেন,রাজশাহী বিভাগের মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক তোফাজ উদ্দিন আহমেদ।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন,অতিরিক্ত পুলিশ সুপার নুর আলম,জেলা ম্যাজিষ্ট্রেট লুৎফন নাহার, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যাস্থাপনা প্রকল্প মৎস্য অধিদপ্তর, ঢাকা এর উপ-প্রকল্প পরিচালক মোঃ মাহবুবুর রহমান, জেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তরে উপ-পরিচালক মোঃ আবু হানিফ,জেলা আনসার কমান্ড্যানট মির্জা সিফাত -এ-খোদা,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন,সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ, সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু প্রমুখ।
উক্ত সেমিনারে স্বাগত বক্তব্যে রাখেন,জেলা মৎস্য র্কমকর্তা মোঃ সাহেদ আলী।
অনু্ষ্ঠান সঞ্চালনায় ও সার্বিক দায়িত্বে ছিলে, সদর উপজেলা সিনিয়র মৎস্যকর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন,বেলকুচি উপজেলা মৎস্য কর্মকর্তা শামীম রেজা।
এসময় আরো উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দিন, সদর উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান এস,এম নাছিম রেজা নূর দিপু, মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা হাসনা হেনা,পৌর কাউন্সিলর রোমানা রেশমা,জেলা আওয়ামী মৎস্য জীবী লীগের সভাপতি আলী আহমেদ টুংকু সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম,বেলকুচি উপজেলার বড়ধুল ইউপি চেয়ারম্যান আসির উদ্দিন মোল্লা সহ সিরাজগঞ্জ জেলা প্রতিটি উপজেলার মৎস্যজীবিরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তৃতারা বলেন,ইলিশ হচ্ছে বাংলাদেশের সম্পদ। তাই কোন ক্রমেই ঝাটকা ও মা ইলিশ ধরা যাবেনা। সবাইকে সর্তক থাকার আহবান জানান।