ডেস্ক নিউজঃ পঞ্চম শ্রেণি, এসএসসি ও এইচএসসি পরিক্ষার্থীদের মতো অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস সপ্তাহে দু’দিন নেওয়ার নির্শদেশ দিয়েছেন সরকার।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাউশি মহাপরিচালক সৈয়দ মোঃ গোলাম ফারুকের স্বাক্ষরিত এক আদেশে বৃহস্পতিবার ১৬ সেপ্টেম্বর সর সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক/অধ্যক্ষকে এই নির্দেশ দেওয়া হয়েছে।
সরকারের সিদ্ধান্তে গত ১২ সেপ্টেম্বর থেকে প্রাথমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়ে সশরীরে ক্লাস শুরু হয়।শুরুতে পঞ্চম শ্রেণি,এসএসসি ও এইচএসসি পরিক্ষার্থীদের ক্লাস প্রতিদিন চলবে অন্যান্য শ্রেণির ক্লাস সপ্তাহে একদিন করে নেওয়ার সিদ্ধান্ত দিয়েছিল কর্তৃপক্ষ।
সূত্রঃরিদ্মিমিক নিউজ।৷ ১৬/০৯/২০২১