উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার হলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ইকবাল হোসেন। তাকে বুধবার রাতে পৌরসভার শ্যামলীপাড়ার বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
ইকবাল উল্লাপাড়ার দাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত।তিনি বিভিন্ন অপরাধে তিনবার গ্রেপ্তার হলেন। এর আগেও ওই শিক্ষক চাঁদাবাজী ও নারী নির্যাতন মামলায় দুইবার গ্রেপ্তার হয়েছেন।
উল্লাপাড়া উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় গ্রেফতার শিক্ষক ইকবাল হোসেনকে চাকুরি থেকে সাময়িক বরখাস্ত করেছেন।
উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) হুমায়ুন কবীর জানান, সিরাজগঞ্জ আদালতের গ্রেপ্তারী পরোয়ানায় বুধবার রাতে ইকবাল হোসেনকে চাঁদাবাজী মামলায় গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী একরাম হোসেন জানান, বার বার বিভিন্ন মামলায় জড়ানোর কারনে ইকবাল হোসেনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
উল্লাপাড়া প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ফরিদ উদ্দিন জানান, ইকবাল হোসেন এর আগেও চাঁদাবাজী ও তার দ্বিতীয় স্ত্রীর করা নারী নির্যাতন মামলায় গ্রেপ্তার হয়েছিলেন।