মৌলভীবাজার প্রতিনিধিঃমৌলভীবাজারের বড়লেখায় কারিতাস সক্ষমতা প্রকল্পের বাস্তবায়িত কার্যক্রম সমুহের মূল্যায়ন ও সমম্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের সাত নম্বর পুঞ্জিতে কারিতাস সক্ষমতা প্রকল্পের বাস্তবায়িত কার্যক্রম সমুহের মূল্যায়ন ও উপকারভোগীদের নিয়ে সমম্বয় সভা অনুষ্ঠিত হয়।
কারিতাস সক্ষমতা প্রকল্প কুলাউড়া-বড়লেখা শাখার ফিল্ড এনিমেটর মেরিসিয়া টংপেয়ারের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সাত নম্বর ও মাধবকুণ্ড পুঞ্জির প্রধান (মান্ত্রী) ওয়ানবর এলগিরি।
সভায় বক্তব্য রাখেন, কারিতাস ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের প্রধান গবেষক মো. মাঈন উদ্দিন, সহকারী গবেষক পল্লব রোজারিও, ইনডিজেনাস ডেভেলপমেন্ট পিপলস (ডিআইপি)’র প্রধান ডেভিড হেমব্রোম, কারিতাস সিলেট অঞ্চলের পরিচালক বনিফাস খংলাঃ।
এসময় আরও উপস্থিত ছিলেন, কারিতাস সিলেট অঞ্চলের সহকারী মাঠ কর্মকর্তা ডনবসকো খংস্টিয়াঃ, সক্ষমতা প্রকল্পের জুনিয়র কর্মসূচী কর্মকর্তা চয়ন চক্রবর্তী, প্রকাশ চন্দ্র সরকার, সাত নম্বর পুঞ্জি ক্রেডিট ইউনিয়নের পর্যবেক্ষন সভাপতি এলিয়াস বারেঃ, ফিল্ড এনিমেটর রমেন সাহা প্রমূখ।
প্রকল্প সূত্রে জানা যায়, দরিদ্র, অবহেলিত, অসহায় আদিবাসী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে কারিতাস সক্ষমতা প্রকল্প বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের মাধবকুণ্ড, সাত নম্বর পুঞ্জিতে ১লা জুলাই ২০১৯ খ্রীঃ থেকে কার্যক্রম শুরু করে।শুরুতে পুঞ্জিবাসীদের নিয়ে নিজেদের আর্থিক প্রতিষ্ঠান তৈরী করার লক্ষ্যে একটি ক্রেডিট ইউনিয়ন গঠন করা হয়।
এ প্রকল্পের মাধ্যমে পশুপালন, মৌলিক আইন, স্বাস্থ্য বিষয়ক, নারী-পুরুষ বৈষম্য বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। উপকারভোগীদের মধ্যে গরু পালন, পান চাষ, পুকুর, মুদির দোকান, মসলা চাষ সহ বিভিন্ন আয়বৃদ্ধিমুলক কাজে এককালীন আর্থিক অনুদান প্রদান করা হয়।