নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের নলডাঙ্গায় মাদক ব্যবসায়ী জুয়েল শেখের বসত বাড়িতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে গাঁজার গাছ উদ্ধার করেছে।ভ্রাম্যমাণ আদালতের বিচারক ছিলেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী বাড়ি থেকে পালিয়ে যায় কিন্তু তার চাষ করা গাঁজার গাছ উদ্ধার করেন আদালত।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ভূষণগাছা গ্রামের জুয়েল শেখের বাড়ি ভিতর হতে একটি মাদকদ্রব্য গাঁজার গাছ উদ্ধার করে জব্দ করা হয়। এ সময় গাঁজা ব্যবসায়ী জুয়েল শেখ পালিয়ে যায়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন,উপজেলা নির্বাহী অফিসার ও এক্মিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন। গাজা ব্যবসায়ী জুয়েল শেখ ওই গ্রামের মৃত আজাহার আলীর ছেলে।
উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন,নাটোর মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহযোগিতায় উপজেলার ভূষণগাছা গ্রামের জুয়েল শেখের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এসময় গাঁজা ব্যবসায়ী জুয়েল শেখের বাড়ির ভিতর থেকে অনুমান ৩ কেজি ওজনের একটি গাঁজার গাছ উদ্ধার করে জব্দ করা হয়।
পরে ব্যবসায়ী জুয়েল শেখ পালিয়ে যাওয়ায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।