বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার বিনিয়োগের পথ সুগম করতে দুই দেশের মধ্যে চুক্তি হলো। বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে ট্রেড অ্যান্ড ইনভেষ্টমেণ্ট ফ্রেমওয়ার্ক অ্যারেঞ্জমেন্ট বা টিফা স্বাক্ষরিত হয়েছে।
১৫ সেপ্টেম্বর বুধবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রনালয়ের সম্মেলন কক্ষে এক ভার্চুয়াল অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি সরাসরি এবং অস্ট্রেলিয়ার পক্ষে ওই দেশের বাণিজ্য,পর্যটন ও বিনিয়োগ বিষয়ক মন্ত্রী ডান টিহান ভার্চুয়াল সভা শেষে চুক্তিতে সই করেন।
এ সময় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন বাংলাদেশ বিনিয়োগকারীদের জন্য গুরুত্বপূর্ণ স্থান। টিফা স্বাক্ষরের কারনে অস্ট্রেলিয়ার বিনিয়োগ ও বাণিজ্য বাংলাদেশে বাড়বে।বাংলাদেশপ ১’শটি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা প্রসঙ্গ তুলে ধরে বাণিজ্যমন্ত্রী বলেন দেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার লক্ষ্যে এ সব অর্থনৈতিক অঞ্চলে বিশেষ সুযোগ সুবিধার প্যাকেজ ঘোষনা করেছে সরকার।
বিনিয়োগের ক্ষেত্রে পদ্ধতিগত সেবা প্রদানে সহজ করা হয়েছে। বাংলাদেশ প্রায় ১৭ কোটি মানুষের একটি বড় বাজার। বাংলাদেশে অস্ট্রেলিয়ার বিনিয়োগকারীরা বিনিয়োগ করলে তারা লাভবান হবেন।
সূত্রঃ রিদ্মিক নিউজ