মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৬:১৯ পূর্বাহ্ন

ঝিনাইদহে প্রধান শিক্ষক গালায় ফাঁস দিয়ে আত্মহত্যা।

রিপোটারের / ২৬১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১

অনলাইন ডেস্কঃ ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না গ্রামের স্কুলের শ্রেণিকক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে নজরুল ইসলাম (৫২)নামের এক প্রধান শিক্ষক।

নিহত নজরুল সাগান্না সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাগান্না ঢালীপাড়া গ্রামের মৃত সালাউদ্দিন মাস্টারের ছেলে।

আজ বুধবার সকালে সাগান্না সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণীকক্ষ থেকে ওই শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শেখ মোহাম্মদ সোহেল রানা এ তথ্য নিশ্চিত করে জানান বিদ্যালয়ের শ্রেণিকক্ষে শিক্ষক নজরুল ইসলামের লাশ ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশকে সংবাদ দেন।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন মর্গে পাঠানো হয়। যে কক্ষ থেকে লাশ উদ্ধার করা হয়েছে ওই কক্ষের দরজা ভিতর থেকে লাগানোছিলো। অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
নজরুল ইসলামের বড় ভাই বাবুল মিয়া জান গত ১৩ সেপ্টেম্বর নজরুল স্কুলে এসে আর বাড়িতে ফেরেনি। সেই থেকে ফোন বন্ধ করে নিখোঁজ ছিলো। আমার ভাইয়ের সাথে পারিবারিক কোন সমস্যাছিলো না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর