আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জে করোনায় ও বন্যায় ক্ষতিগ্রস্থ কর্মহীন, দুঃস্থ ও অসহায় বিভিন্ন পেশার ১৬২টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ত্রান সামগ্রী বিতরন করা হয়েছে।
জেলা প্রশাসনের আয়োজনে, কর্মাশিয়াল ব্যাংক অব সিলন এর অর্থায়নে, ব্যুরো বাংলাদেশ এর সহায়তায় প্যাকেট সামগ্রীর মধ্যে ছিলো চাউল-২৫ কেজি, ডাউল-২ কেজি, আলু-৫ কেজি, লবন-১ কেজি, সয়াবিন তেল-২ লিটার।
সোমবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল এন্ড কলেজ মাঠে এ সকল খাদ্যসামগ্রী বিতরন অনু্ষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বিতরণ করেন, জেলা প্রশাসক ড.ফারুক আহাম্মদ। তিনি ত্রাণসামগ্রী বিতরনের পূর্বে বলেন, সিরাজগঞ্জে করোনায় ও সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্থ দুঃস্হ,অসহায় ও কর্মহীন মানুষের মাঝে শুরু থেকেই আমরা খাদ্য সহায়তা ও করোনা প্রতিরোধে পরামর্শ দিয়ে আসছি এবং তাদের পাশে রয়েছি । সরকারের পাশাপাশি বেসরকারি ও বিত্তবানদের সহযোগিতা করার আহবান জানান।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনির হোসেন, সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ আনোয়ার পারভেজ, ব্যুরো বাংলাদেশের বিভাগীয় ব্যবস্থাপক মোঃ সাইদুর রহমান রিপন , আঞ্চলিক ব্যবস্থাপক খন্দকার মাহবুবুর রহমান শিপন, সিরাজগঞ্জ অঞ্চল ব্যবস্থাপক মোঃ শেখবুল আমিন, এলাকা ব্যবস্থাপক অহিদুল ইসলাম, শাহীন আহম্মেদ, মমতাজুল হক, ইমদাদুল রহমান, ও এফএনবিরও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ।