আগামী ২০২৩ সাল থেকে থাকবেনা প্রাথমিক সমাপনী (পিএসসি) ও জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং জুনিয়র দাখিল (জেডিসি) পরিক্ষা জানালেন শিক্ষামন্ত্রী ড.দীপুমনি। তবে এসএসসি,এইচএসসি ও দাখিল,আলিম পরিক্ষা চলমান থাকবে কিন্তু পরিক্ষা পদ্ধতি কিছু পরিবর্তন আনা হয়েছে।
১৩ সেপ্টেম্বর সোমবার দুপুরে প্রাথমিক শিক্ষা বিষয়ে শিক্ষামন্ত্রী ড.দীপুমনি জানান তৃতীয় শ্রেণি পর্যন্ত কোন পরিক্ষা হবে না। প্রস্তাবিত নতুন জাতীয় শিক্ষাক্রমে নবম-দশম শ্রেণিতে এসে শিক্ষার্থীদের বিভাজন করা হবে না অর্থাৎ বিজ্ঞান, বানিজ্য ও মানবিক বিভাগে বিভক্তির কোন সুযোগ থাকছে না নতুন শিক্ষাক্রমে।তবে কারিগরির বিষয়টি গুরুত্ব দেওয়া হয়েছে। যা ২০২৩ সাল থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে কার্যকরি হবে।
এ সময় শিক্ষামন্ত্রী আরো বলেন এসএসসি ও দাখিল পরিক্ষা হবে শুধু দশম শ্রেণির পাঠ্যক্রমের উপর ভিত্তি করে। এইচএসসি পরিক্ষার ফলাফল প্রকাশ করা হবে একাদশ ও দ্বাদশ শ্রেণির বার্ষিক পরিক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে।