মাদক আর বিতর্ক পিছু ছাড়ছে না রাকুল প্রীত সিংয়ের স্বপ্ন।তার উপর আটকে গেল অভিনেত্রীর আসন্ন চলচিত্র ছবির কাজ।
ক’মাস আগেই শোনা গিয়েছিল খুব শীঘ্রই কন্ডোম টেষ্টার এর ভূমিকায় অভিনয় করতে চলেছেন এই অভিনেত্রী।
রনি স্ক্রুওয়লা প্রযোজিত ওই ছবিটির নামকরন করা হয়েছিলো ছাত্রিওয়ালি।ওই ছবির পরিচালক তেজস দেওস্কর জানান সাধারন মানুষকে যৌন ও গর্ভনিরোধডরকের বিষয় শিক্ষা দিতে মজার মোড়কে ছবির গল্প তুলে ধরেছেন তিনি।
যৌনতা ভারতীয় সমাজ ব্যবস্থায় আজও ট্যাবু হিসাবে বিবেচ্য হয়। এ বিষয়গুলো নিয়ে কথা বলতে কেউ রাজি হয় না। এ সকল বিষয়গুলো উঠে আসবে তার ওই ছবিতে। ছবিটির প্রি প্রোডাকশনের কাজ শেষের দিকে ছিলো। ছবিটির পরিকল্পনা অনেক দুর এগুলেও মাঝ পথে স্থগিত হয়ে গিয়েছিলো এই প্রোজেক্টের কাজ।কিন্তু কেন এমন আমচকা সিদ্ধান্ত গ্রহন করলো প্রযোজনা সংস্থা।