ছিদ্দিক ভোলা প্রতিনিধিঃ ভোলার দৌলতখানে এক ব্যক্তি কর্তৃক সরকারি টিউবয়েল দখল করার কারণে বিশুদ্ধ পানি পেতে বিপাকে পরেছে ৬ টি পরিবার। উপজেলার দক্ষিণ জয়নগর ২ নং ওয়ার্ডে ইউছুফ মাষ্টার বাড়িতে ঘটেছে উক্ত ঘটনা।
অভিযুক্ত ব্যক্তি মৃত জয়নাল আবেদিন এর ছেলে ফিরোজ হাওলাদার। ফিরোজ একসময় সৌদি আরব ছিলেন। বর্তমানে বাংলাবাজারে ব্যবসা করেন। ঐ বাড়িতে ৭ টি পরিবারের জন্য সরকারি সহায়তার অংশ হিসেবে একটি টিউবয়েল দেওয়া হয়। কিন্তু সরকারি টিউবয়েল টি স্থাপনের পর ফিরোজ নিজ বসত ঘরের বাউন্ডারির মধ্যে নিয়ে নেয়, যাতে অন্য পরিবারগুলো বিপাকে পরেছে।
পরবর্তিতে আব্দুল মান্নান ৪০ হাজার টাকা দিয়ে ব্যক্তিগত ভাবে একটি টিউবয়েল ক্রয় করে নিয়ে আসেন, যা থেকে অন্য পরিবারগুলো বিশুদ্ধ পানির চাহিদা মিটাচ্ছে।
সরেজমিনে গেলে দেখা যায় ফিরোজ হাওলাদারের এমন কর্মকান্ডে বিপাকে আছে উক্ত বাড়ির ৬ টি পরিবার। বিশুদ্ধ পানীয় জলের জন্য তাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। পরিবার গুলোর দাবি ফিরোজের কাছ থেকে টিউবয়েল টি উদ্ধারের। মূল টিউবয়েল আগের যায়গায় স্থাপন করলে অন্য পরিবার গুলোর সমস্যা থাকবেনা।
ফিরোজ হাওলাদারের সাথে কথা বললে টিউবয়েলটি নিজ বসত ঘরে নেওয়ার কথা স্বীকার করেন। ভুক্তভোগি পরিবারগুলো স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।