আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় দু’টি পাকা রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন নাগগাতী তামাই বাজার নিকট থেকে রয়নাপাড়া পূর্বপাড়া জামে মসজিদ পর্যন্ত, অন্যটি ঠাকুরপাড়া রিংবাঁধ তামাই পাঁকা রাস্তা পর্যন্ত কাজের ভিত্তি স্থাপন করলেন সিরাজগঞ্জ-৫ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল।
এ সময় তিনি বলেন, রাস্তার কাজ গুলো আরও আগে, শুরু হওয়ার কথা ছিল কিন্তু করোনার সংক্রমণের কারণে দেরি হলো, তবে উপজেলায় প্রত্যেক ইউনিয়নে রাস্তাঘাট কাচা থাকলে আমাকে জানাবেন সেগুলোও পাকা করন করে দেয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
শনিবার(১১ সেপ্টেম্বর)সকালে ও দুপুরে উক্ত রাস্তা দু’টির ভিত্তি প্রস্তর স্থাপন কাজের উন্মোচন করার পূর্বে এক আলোচনাসভায় বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বেলকুচি উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী দেলখোশ আলী প্রামানিক, সাধারণ সম্পাদক ফজলুল হক সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী সেখ, সহ-সভাপতি গাজী লুৎফর রহমান মাখন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, জেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুলতানা রাজিয়া মিলন, বেলকুচি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রত্না হান্নান, ভাঙ্গাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান গাজী খন্দকার ফজলুল হক ভাসানী সহ উপজেলা আওয়ামীলীগ,পৌর আওয়ামীলীগ, ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ।