আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জ শহরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ভিক্টোরিয়া হাইস্কুল কোভিড-১৯ এর দীর্ঘ ১৮ মাসপর আনন্দঘন উৎসব মুখর পরিবেশে শ্রেণি কক্ষে পাঠদান কার্যক্রম উদ্বোধন ও করোনাকালে অনলাইন ক্লাসে অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরন ও আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়েছে ।
রোববার (১২ সেপ্টেম্বর) সকালে স্বাস্থ্যবিধিমেনে অত্র স্কুলের হল মিলনায়তনে উক্ত অনু্ষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা অফিসার মোঃ শফি উল্লাহ।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সবাইকে স্বাস্থ্য বিধিমান মেনে সাবান দিয়ে ঘন ঘন হাত ধৌত করতেহবে। স্যানেটাইজার ব্যবহার করতে হবে করে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার আহবান জানান ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এলিজা সুলতানা, শিক্ষা কম্পিউটার অপারেটর রেজাউল করিম,জেনারেশন ব্রেকথ্রু প্রকল্পের ফিল্ড ম্যানেজার মোঃ শাহীন আলম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ভিক্টরিয়া হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ সাজেদুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন, শিক্ষক মির্জা গোলাম মোস্তফা ও শিক্ষক রাশেদুল ইসলাম।
অনু্ষ্ঠানে অত্র স্কুলের সহকারি প্রধান শিক্ষক শফিউল আলম,সহকারি শিক্ষক এস,এম আখতারুজ্জামান,অচিন্ত কুমার মন্ডল,সাইফুল ইসলাম, রকিবুল ইসলাম,শামীম হোসেন, জিয়াসমিন সুলতানা,পারভীন খাতুন,শিউলী খাতুন, নাজমা খাতুন,সানজিদা খাতুন,নাহিদ লায়লা সহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।