সার্বিয়া বলকান অঞ্চলের দেশ বাংলাদেশ থেকে আরও দক্ষ ও আধা দক্ষ জনশক্তি নিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন। সার্বিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত শামীম আহসানের সঙ্গে এক বৈঠকে দেশটির শ্রম, কর্মসংস্থান মন্ত্রী দারিজা কিসিচ তেপাভেভিচ এই আগ্রহের কথা প্রকাশ করেন।
১২ সেপ্টেম্বর রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে গত বৃহস্পতিবার সার্বিয়ার রাজধানী বেলেগ্রেডে তাদের দ্বিপাক্ষিক এক বৈঠকে এ সমঝোতা হয়।ওই বৈঠক বলা হয় বাংলাদেশ থেকে বৈধভাবে দক্ষ ও আধা দক্ষ কর্মী নিয়োগ করার জন্য সার্বিয়ান কোম্পানিগুলোর ‘গভীর আগ্রহেরথ কথা বৈঠকে রাষ্ট্রদূতকে জানান সার্বিয়ার মন্ত্রী।
এ বিষয়ে একটি সমঝোতা স্মারক বা চুক্তি সইয়ের সম্ভাবনা নিয়েও তারা আলোচনা করেন। “ঢাকা ও বেলগ্রেডের মধ্যে ঐতিহাসিক বন্ধন এবং বিশেষ করে শ্রম ও কর্মসংস্থানের ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরো শক্তিশালী করার বিপুল সম্ভাবনা নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে।
সূত্রঃ রিডমিক নিউজ