মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১০:১৫ পূর্বাহ্ন

টিউশন ফি’র ব্যাপারে শিক্ষামন্ত্রীর ড.দিপুমনির নির্দেশনা।

রিপোটারের / ২৫৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১

শিক্ষার্থীদের স্কুলের বেতন পরিশোধের জন্য অভিভাবকদের যেন চাপ দেওয়া না হয় সে ব্যাপারে স্কুল-কলেজগুলোকে সেই নির্দেশনা দিয়ে শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি বলেছেন, শিক্ষার্থীদের বেতন নিয়ে অভিভাবকদের যেন চাপ দেওয়া না হয়।

করোনার এই সময়ে অনেকের অবস্থার পরিবর্তন হয়েছে। রোববার সকালে দেড় বছর পর স্কুল,কলেজ ও মাদ্রাসা খোলার প্রথম দিনে রাজধানীর আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজে পরিদর্শনের সময় শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন,অন্যান্য খরচ কমিয়ে আপনার সন্তানদের স্কুলের বেতন আগে পরিশোধ করতে পারেন। বেতনের টাকা কিন্তু খুব বেশি নয়।

তিনি বলেন,করোনার সংক্রমণ কময় আমরা শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়েছি। এখন শুধু করোনা না ডেঙ্গুরও সিজন চলছে। ডেঙ্গু মশা কামড়ের সময়ই শিক্ষার্থীরা ক্লাসে থাকে। তাই তাদের ফুলহাতা সার্ট পরে স্কুলে আসার জন্য বলবো। এই সময়টাতে শিক্ষার্থীদের স্কুল ইউনিফর্ম নিয়ে কড়াকড়ি না করাই ভালো।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর