বিশ্বে প্রতি বছর বজ্রপাতে মৃত্যুর সংখ্যা বাড়ছে। ন্যাশনাল জিওগ্রাফিকের হিসাব অনুযায়ী, বছরে বিশ্বব্যাপী প্রায় আড়াই লাখের মতো বজ্রপাত সংক্রান্ত ঘটনা ঘটে।
বিশ্বজুড়ে বছরে বজ্রপাতের ঘটনায় বহু মানুষের অকাল মৃত্যু হয়। একজন মানুষের জীবদ্দশায় কমপক্ষে ৬০ হাজার থেকে ৮০ হাজার বজ্রপাতের শিকার হওয়ার আশঙ্কা থাকে। আর বজ্রপাত প্রবণ এলাকাগুলোতে এ সংখ্যা আরোও বেশি। আর এই ভয়ংকর পরিসংখ্যানকে সামনে রেখেই সুখবর দিলেন বিজ্ঞানীরা।
বজ্রপাত নিয়ন্ত্রণ সক্ষম রশ্মিদানব নামক এক রশ্মি জেনেভার বিজ্ঞানিরা প্রায় কুড়ি বছরের প্রচেষ্টায় আবিষ্কার করেছেন। সন্প্রতি জেনেভা বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এ প্রযুক্তি আবিষ্কারের ঘোষণা দিয়েছেন।
সুইস পদার্থ বিজ্ঞানী জীন পিয়েরে উলফা বিজ্ঞানীদের এই দলের নেতৃত্বে রয়েছেন। তিনি বলেন,লেজার খুব সংকীর্ণ,উচ্চশক্তির আলোর বিম তৈরি করে।
এটির প্রয়োগে হীরা কাটা থেকে শুরু করে অস্ত্রোপচার পর্যন্ত গুরুত্বপূর্ণ কাজগুলো সম্পন্ন হয়ে আসছিল। এবার এটি আমাদের বজ্রপাত থেকে রক্ষা করবে।
সূত্রঃ রিডমিক নিউজ